মিলবে সুপারফাস্ট পারফরম্যান্স, Oppo Find N2 Flip লঞ্চ হল 16GB র্যাম ও 512GB স্টোরেজের সাথে
Oppo Find N2 Flip এবার থেকে ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। কোম্পানির তরফে আজ এই ফোল্ডেবল...Oppo Find N2 Flip এবার থেকে ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। কোম্পানির তরফে আজ এই ফোল্ডেবল ফোনের নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, এর আগে Oppo Find N2 Flip দুটি স্টোরেজ কনফিগারেশনে চীনে উপলব্ধ ছিল। এগুলি হল - ৮ জিবি র্যাম+২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম+২৫৬ জিবি স্টোরেজ। Oppo বলেছে যে, ইউজারদের আরও বেশি প্রসেসিং পাওয়ার এবং স্টোরেজ স্পেসের চাহিদা মেটাতে তারা ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে।
Oppo Find N2 Flip -এর দাম
ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ স্মার্টফোনের নতুন ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬,৯৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ৮৪,৩০০ টাকা) রাখা হয়েছে।
জানিয়ে রাখি, বিদ্যমান ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পের দাম যথাক্রমে ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭২,২০০ টাকা) ও ৬,৩৯৯ ইউয়ান (প্রায় ৭৭,১০০ টাকা) ধার্য করা হয়েছিল। অর্থাৎ নতুন স্টোরেজ অপশনটি পূর্ববর্তী হাই-এন্ড মডেলের তুলনায় ৬০০ ইউয়ান (প্রায় ৭,২০০ টাকা) অধিক ব্যয়বহুল।
Oppo Find N2 Flip -এর স্পেসিফিকেশন
স্টোরেজ ব্যতীত ডিভাইসটির যাবতীয় স্পেসিফিকেশন একসমান থাকছে। এক্ষেত্রে ক্ল্যামশেল ডিজাইনের সাথে আসা ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনে ৬.৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস E6 AMOLED প্রাইমারি ডিসপ্লে রয়েছে, যা ১-১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, DCI P3 কালার গ্যামেট এবং HDR10+ প্রযুক্তি সমর্থন করে। আর সেকেন্ডারি প্যানেলটির সাইজ ৩.২৬-ইঞ্চি। এটি হল একটি OLED ডিসপ্লে, যা ৭২০ পিক্সেল রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। পারফরম্যান্সের জন্য এই ফোল্ডেবল ফোনে ব্যবহার করা হয়েছ - মালি জি৭১০ এমসি১০ জিপিইউ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ কাস্টম স্কিন দ্বারা চালিত।
ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Oppo Find N2 Flip মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং হ্যাসেলব্লাড (Hasselblad) ব্র্যান্ডিং সমর্থিত ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। প্রাইমারি ডিসপ্লের উপরি ভাগে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি শুটার বিদ্যমান রয়েছে। উন্নত ক্যামেরা পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে মারিসিলিকন এক্স (MariSilicon X) ব্যবহার করা হয়েছে। আবার পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে ৪৪ ওয়াট সুপারভোক ফ্ল্যাশ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৩০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ৫জি মডেলে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ স্মার্টফোনের পরিমাপ ১৬৬.২×৭৫.২×৭.৪৫ মিমি এবং ওজন ১৯১ গ্রাম।