বাড়ছে ফোল্ডিং ফোনের চাহিদা, Samsung-কে টেক্কা দিতে Oppo Find N2 ডিসেম্বরেই এন্ট্রি নেবে
ইদানিং ফোল্ডেবল স্মার্টফোনের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বাজারের চাহিদার সাথে তাল মিলিয়ে বিভিন্ন ব্র্যান্ডগুলিও...ইদানিং ফোল্ডেবল স্মার্টফোনের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বাজারের চাহিদার সাথে তাল মিলিয়ে বিভিন্ন ব্র্যান্ডগুলিও তাদের পোর্টফোলিও-তে নিত্যনতুন ফোল্ডেবল হ্যান্ডসেট যোগ করতে ব্যস্ত হয়ে পড়েছে। শোনা যাচ্ছে, জনপ্রিয় টেক ব্র্যান্ড ওপ্পো (Oppo) তাদের দুটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। সম্ভবত, এগুলির মধ্যে একটি হল Find Flip নামের একটি ফ্লিপ ফোল্ডেবল ফোন, এবং অন্যটি হল Oppo Find N-এর সম্ভাব্য উত্তরসূরি। উভয় ডিভাইস সম্পর্কে এখনও পর্যন্ত খুব বেশি তথ্য সামনে আসেনি। তবে, এখন কিছু ফাঁস হওয়া স্ক্রিনশটের মাধ্যমে আসন্ন Oppo Find N2 সম্পর্কে কিছু মূল বিবরণ প্রকাশ্যে এসেছে। চলুন এগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।
ফাঁস হল Oppo Find N2 এর প্রধান স্পেসিফিকেশন
একটি রিপোর্টের মাধ্যমে নতুন ওপ্পো ফাইন্ড এন ২-এর টেস্টিং ইউনিটের কিছু স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে। ছবিগুলিতে দেখা গেছে যে, আসন্ন ফাইন্ড এন২-এর মডেল নম্বর PGU110 এবং এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ একটি ফোল্ডেবল স্ক্রিন রয়েছে৷
এছাড়া, ওপ্পোর এই ফোল্ডেবল ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ দ্বারা চালিত হবে বলে মনে করা হচ্ছে। যদিও, স্ক্রিনগ্র্যাবগুলির মধ্যে একটিতে হ্যান্ডসেটটির সিপিইউ-এর কিছু বিবরণ দেখা গেলেও, তা চিপসেটের নাম প্রকাশ করেনি। অন্যদিকে, উন্নত লো-লাইট ফটোগ্রাফির এক্সপেরিয়েন্সের জন্য ফাইন্ড এন২-এ ওপ্পোর নিজস্ব মারিসিলিকন এক্স (MariSilicon X) ইমেজিং এনপিইউ থাকবে বলে জানা গেছে। এছাড়াও, জনপ্রিয় ক্যামেরা প্রস্তুতকারক হ্যাসেলব্লাড (Hasselblad)-এর ক্যামেরা অপ্টিমাইজেশন এই ডিভাইসে সাপোর্ট করতে পারে। ডিসেম্বরেই অফিশিয়াল লঞ্চের সম্ভাবনা।
প্রসঙ্গত, শোনা যাচ্ছে যে গত বছর লঞ্চ হওয়া Oppo Find N-এর উত্তরসূরিতে ৭.১ ইঞ্চির লো টেম্পারেচার পলি-ক্রিস্টালাইন অক্সাইড (LTPO) অ্যামোলেড ফোল্ডিং স্ক্রিন থাকবে। এই ডিভাইসটি ৪,৫২০ এমএএইচ ব্যাটারি সহ আসবে এবং এতে লেদার ফিনিসের ব্যাক প্যানেল দেখা যাবে বলে আশা করা হচ্ছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক লেটেস্ট কালারওএস ১৩ (ColorOS 13) কাস্টম স্কিনে রান করবে।
উল্লেখ্য, Oppo Find N2-এর পাওয়ার বাটনে পূর্বসূরির মতো একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকবে বলে মনে করা হচ্ছে। ফোল্ডেবলটি সম্ভবত ব্ল্যাক, হোয়াইট এবং গ্রীন কালার অপশনে বেছে নেওয়া যাবে। শোনা যাচ্ছে, হ্যান্ডসেটটির উৎপাদন প্রক্রিয়া ইতিমধ্যেই চালু হয়ে গেছে, যা নির্দেশ করে যে কোম্পানি শীঘ্রই এর লঞ্চের তারিখ ঘোষণা করতে পারে। বর্তমানে, Find N2 শুধুমাত্র চীনের মার্কেটেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এটি বিশ্ববাজারে কবে আসবে, বা আদৌ আসবে কিনা সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।