Oppo আনছে নতুন ফোল্ডেবল ফোন, থাকবে নয়া এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে
জনপ্রিয় টেক ব্র্যান্ড ওপ্পো তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে Oppo Find N হ্যান্ডসেটটি গতবছর ডিসেম্বর মাসে বাজারে...জনপ্রিয় টেক ব্র্যান্ড ওপ্পো তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে Oppo Find N হ্যান্ডসেটটি গতবছর ডিসেম্বর মাসে বাজারে লঞ্চ করেছিল। আর চলতি সপ্তাহের শুরুতে এক জনপ্রিয় চীনা টিপস্টার ওপ্পোর একটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে কিছু আকর্ষণীয় বিবরণ প্রকাশ করেছেন। জানা গেছে, এই ডিভাইসটি হবে Find N Flip, যেটি একটি ক্ল্যামশেল ফোল্ডেবল ডিসপ্লের সাথে বাজারে আসবে। আর এখন, ওই একই টিপস্টার মূল Find N-এর সম্ভাব্য উত্তরসূরি Oppo Find N2 সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিবরণ শেয়ার করেছেন। চলুন এগুলি দেখে নেওয়া যাক।
প্রকাশ্যে এল Oppo Find N2-এর প্রসেসর ও ডিসপ্লে স্পেসিফিকেশন
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবো (Weibo)-এর একটি পোস্টে দাবি করেছেন যে, পরবর্তী প্রজন্মের ওপ্পো ফাইন্ড এন২ ফোল্ডেবল ফোনটি কোয়ালকমের লেটেস্ট এবং সর্বশ্রেষ্ঠ স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। আবার, এই ফোনে ৭.১ ইঞ্চির এলটিপিও (LTPO) অ্যামোলেড ফোল্ডেবল ডিসপ্লে থাকতে পারে, যা ১২০ হার্টজ হাই রিফ্রেশ রেট অফার করবে।
প্রসঙ্গত, টিপস্টার ফাইন্ড এন২-এর ডিজাইন সম্পর্কীত কিছু বিবরণও শেয়ার করেছেন। ওপ্পো একটি ফক্স লেদার ব্যাক প্যানেলের সাথে এই ডিভাইসটি লঞ্চ করার পরিকল্পনা করছে বলে মনে করা হচ্ছে। এছাড়া, ওপ্পো ফাইন্ড এন২ ফোনটি ৪,৫২০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালার ওএস (ColorOS 13) কাস্টম স্কিনে রান করবে।
উল্লেখ্য, Oppo Find N2-এ একইরকম সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলে মনে করা হচ্ছে, যা পূর্বসূরি মতোই পাওয়ার বাটনে এম্বেড করা থাকতে পারে। এই মডেলটি ব্ল্যাক, হোয়াইট এবং গ্রীন-এর মতো একাধিক কালার অপশনে পাওয়া যাবে বলে জানা গেছে। তবে, টিপস্টার চীনের বাইরে এর উপলব্ধতা বা সম্ভাব্য লঞ্চের সময়সীমা সম্পর্কিত কোনও বিবরণ প্রকাশ করেননি। এই নয়া ফোল্ডেবল ফোনটির সম্পর্কে আরও জানতে রিপোর্ট ও লিকগুলির জন্য অপেক্ষা করতেই হবে।