Oppo Find N3: সনির ম্যাজিক, ওপ্পোর নয়া ফোনের ক্যামেরায় তোলা ছবি দেখলে বিশ্বাস হবে না!

ওপ্পোর পরবর্তী ফোল্ডেবল ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Oppo Find N3 আগামী ১৯ অক্টোবর লঞ্চ হতে চলেছে৷ তার আগেই এখন, ব্র্যান্ডের...
Ananya Sarkar 14 Oct 2023 6:54 PM IST

ওপ্পোর পরবর্তী ফোল্ডেবল ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Oppo Find N3 আগামী ১৯ অক্টোবর লঞ্চ হতে চলেছে৷ তার আগেই এখন, ব্র্যান্ডের চিফ প্রোডাক্ট অফিসার, পিট লাও ফোনটির ক্যামেরার শক্তি দেখাতে Oppo Find N3 দিয়ে তোলা ছবি প্রকাশ করেছেন। আবার তুলনা করে কোনটা সেরা বিচারের জন্য একই ছবি অন্য দুই প্রতিযোগী ব্র্যান্ডের লেটেস্ট ফোনেও তোলা হয়েছে। আসুন এই ছবিগুলি থেকে Oppo Find N3-এর ক্যামেরার বিশেষত্ব সম্পর্কে কি কি তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।

Oppo Find N3-এর ক্যামেরা স্যাম্পল প্রকাশ

দৃশ্য এক হলেও, ওপ্পো ফাইন্ড এন৩ এবং এ বছর লঞ্চ হওয়া অন্য দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনে তোলা ছবিগুলির মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ছবিটিতে মূলত একটি খুলে রাখা বইকে দেখানো হয়েছে, যার ওপর বাইরে থেকে সূর্যালোক এসে পড়ছে। এর পাশাপাশি আরও কিছু বস্তুও ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে। যার মধ্যে একটি ওপ্পো হ্যান্ডসেটও বিদ্যমান। ওপ্পো ফাইন্ড এন৩-এ ক্যাপচার করা ইমেজটি প্রকাশ যে, ডিভাইসটি হাইলাইটগুলিকে অতিরিক্ত এক্সপোজ না করেই প্রাকৃতিক আলোকে সংরক্ষণ করতে পারে। শ্যাডোগুলিও ছবিতে ভালভাবে সংরক্ষিত হয়েছে এবং হাইলাইট থেকে ছায়ায় রূপান্তরটি বেশ স্বাভাবিক দেখায়। এছাড়া, বইয়ের লেখাগুলিও স্পষ্ট পড়া যাচ্ছে।

Oppo Find N3 দিয়ে তোলা ছবি

অন্যদিকে, অন্য দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন (নাম অপ্রকাশিত) স্পষ্টভাবেই হাইলাইটগুলিকে অতিমাত্রায় এক্সপোজ করেছে, যার দরুন পাঠ্যের ডিটেইল হারিয়ে গেছে এবং অন্ধকার জায়গাটিকে উভয় ইমেজেই খুব উজ্জ্বল দেখাচ্ছে। সংক্ষেপে, দুই ফোনই ছবির স্বাভাবিক চেহারাটি সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে।

অন্য দুই ফ্ল্যাগশিপ ফোনে তোলা ছবি

সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, Oppo Find N3-এ সনি (Sony)-এর লেটেস্ট LYTIA 800 ক্যামেরা সেন্সর থাকবে, যা একটি দ্বি-স্তরীয় ট্রানজিস্টর পিক্সেল স্ট্রাকচার ব্যবহার করে। এটি সেন্সরকে আরও বেশি আলো ক্যাপচার করতে এবং নয়েজ কমাতে সক্ষম করে, এমনকি চ্যালেঞ্জিং লাইটিংয়ের ক্ষেত্রেও এটি কার্যকরী হয়। পিট লাও দ্বারা শেয়ার করা প্রথম ক্যামেরার স্যাম্পলটি নির্দেশ করে যে, সেন্সরটি সত্যিই খুব সক্ষম।

উল্লেখ্য, কোম্পানি আসন্ন Oppo Find N3-এর ক্যামেরার ক্ষমতা সম্পর্কে স্পষ্টভাবে আত্মবিশ্বাসী বলেই মনে হচ্ছে। ফোনটির ক্যামেরাগুলি বাস্তব পরিবেশে কীভাবে পারফর্ম করে, সেটাই এখনও দেখার। আগেই উল্লেখ করা হয়েছে, ডিভাইসটি আগামী ১৯ অক্টোবর লঞ্চ হতে চলেছে, তাই এই বিষয়ে জানতে প্রযুক্তি-প্রেমীদের এবং ওপ্পোর ফ্যানদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না।

Show Full Article
Next Story