তাক লাগালো Oppo Find N3 ও Find N3 Flip, 10 লক্ষ বার ভাঁজ করলেও খারাপ হবে না
গত মাসে Find N3 Flip এবং Find N3 ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিল Oppo। উভয় মডেলই ভাঁজযোগ্য...গত মাসে Find N3 Flip এবং Find N3 ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিল Oppo। উভয় মডেলই ভাঁজযোগ্য ডিসপ্লে ডিজাইনের সাথে এসেছে। এক্ষেত্রে লঞ্চের সময়ে সংস্থাটি দাবি করেছিল যে, তাদের এই নয়া দুটি ডিভাইস এতটাই টেকসই যে দৈনিক ১০০ বার ভাঁজ করার পরও এগুলির স্ক্রিন ক্ষতিগ্রস্থ হবে না। এই দাবি যে সত্যি তা প্রমাণ হল টেস্টিং অথরিটি TUV Rheinland দ্বারা পরিচালিত ডিউরাবিলিটি টেস্টে। এই পরীক্ষায় Find N3 Flip এবং Find N3 ন্যূনতম ১ মিলিয়ন বা ১০ লক্ষ বার ভাঁজ সহ্য করতে পারবে বলে প্রমাণিত হয়েছে। মূলত ডিভাইসগুলিতে ব্যবহৃত অত্যাধুনিক উপাদানের জন্যই এমনটা সম্ভব হবে।
মজার বিষয় হল, ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ স্মার্টফোন আত্মপ্রকাশ করার সময় সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছিল যে এটি ৬,০০,০০০ বার ভাঁজ সহ্য করার ক্ষমতা রাখে। অর্থাৎ দীর্ঘ ১৬ বছর ধরে প্রতিদিন ১০০ বার ফোন খোলা এবং বন্ধ করা যাবে। তবে TUV Rheinland দ্বারা পরিচালিত সাম্প্রতিক পরীক্ষার ফলাফল বলছে, আরও বেশিবার ভাঁজ করলেও এই ডিভাইসগুলিতে সমস্যা আসবে না।
ফলত TUV Rheinland -এর থেকে এমন প্রশংসা পাওয়ার পর ক্রেতাদের মধ্যে আলোচ্য হ্যান্ডসেট দুটির জন্য চাহিদা আরো বাড়তে পারে বলেই আমরা মনে করছি।
Oppo Find N3 এর স্পেসিফিকেশন
ওপ্পো ফাইন্ড এন৩ স্মার্টফোনে ৭.৮২-ইঞ্চির ২কে ফোল্ডেবল OLED প্রাইমারি / অভ্যন্তরীণ ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে - ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২,৮০০ নিট পিক ব্রাইটনেস, ১,৪৪০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং, ডলবি ভিশন প্রযুক্তি এবং আল্ট্রা থিন গ্লাসের সুরক্ষা অফার করে। এদিকে ডিভাইসের সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২০:৯ এসপেক্ট রেশিও, ২,৮০০ নিট পিক ব্রাইটনেস, ২কে রেজোলিউশন এবং সিরামিক গার্ড শিল্ড সুরক্ষা সহ ৬.৩১-ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। এটি অ্যাড্রেনো ৭৪০ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর সহ এসেছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.২ কাস্টম স্কিন পাওয়া যাবে। ছবি তোলার জন্য এতে OIS সমর্থিত ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ৬৪ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। কভার ডিসপ্লেতে ৩২ মেগাপিক্সেলের এবং ফোল্ডিং ডিসপ্লেতে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়। পাওয়ার ব্যাকআপের জন্য ওপ্পো ফাইন্ড এন৩ ফোনে ৪,৮০৫ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Oppo Find N3 Flip এর স্পেসিফিকেশন ও ফিচার
ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮০-ইঞ্চি (২,৫২০x১,০৮০ পিক্সেল) AMOLED প্রাইমারি এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ৩.২৬-ইঞ্চি (৭২০x৩৮২ পিক্সেল) AMOLED কভার ডিসপ্লে রয়েছে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.২ কাস্টম স্কিনে রান করে। ক্যামেরা বিভাগের কথা বললে, ডিভাইসে - OIS সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর + ৩২ মেগাপিক্সেল IMX709 টেলিফোটো লেন্স + ৪৮ মেগাপিক্সেল IMX581 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল শুটার যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত ৷ এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেলের Sony IMX709 ক্যামেরা পাওয়া যাবে। ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৪,৩০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।