জল্পনা সত্যি করে শক্তিশালী Dimensity 9200 প্রসেসরের সঙ্গে লঞ্চ হবে Oppo Find N3 Flip

ওপ্পো (Oppo) তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন, Find N3 Flip লঞ্চের জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। এটি গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়া Find N2 Flip-এর উত্তরসূরি…

ওপ্পো (Oppo) তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন, Find N3 Flip লঞ্চের জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। এটি গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়া Find N2 Flip-এর উত্তরসূরি হিসেবে চীনে আগামী ২৯ আগস্ট আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। N3 Flip-এর পূর্বসূরি মডেলটিতে MediaTek Dimensity 9000+ চিপসেট রয়েছে। শোনা যাচ্ছে, Find সিরিজের এই ফোল্ডেবলে Dimensity 9-সিরিজের নতুন প্রসেসর ব্যবহৃত হবে। এখন সেই দিকেই ইঙ্গিত করে Oppo Find N3 Flip গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে।

Oppo Find N3 Flip হাজির Geekbench ডেটাবেসে

PHT110 মডেল নম্বর সহ ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। সেখানে উল্লিখিত সিপিইউ এবং জিপিইউ স্পেসিফিকেশন নিশ্চিত করে যে, ডাইমেনসিটি ৯২০০ চিপসেট থাকবে এতে। যা ইতিমধ্যেই ভিভো এক্স৯০, এক্স৯০ প্রো এবং ওপ্পো ফাইন্ড এক্স৬-এর মতো ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহার করা হয়েছে।

গিকবেঞ্চ লিস্টিংয়ে বলা হয়েছে যে, ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ১২ জিবি র‍্যাম অফার করবে এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। এটি ১৬ জিবি র‍্যামেও পাওয়া যাবে এবং অ্যান্ড্রয়েড ভিত্তিক কালারওএস ১৩.১ (ColorOS 13.1) সফ্টওয়্যার স্কিন প্রি-লোডেড থাকবে। ফাইন্ড এন৩ ফ্লিপ গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ১,৩৬৭ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৪,১৬৮ পয়েন্ট অর্জন করেছে।

Oppo Find N3 Flip ক্যামেরা বিভাগে তার পূর্বসূরির তুলনায় বড় আপগ্রেড পেতে চলেছে। এতে নতুন ডিজাইন করা গোল ক্যামেরা মডিউল থাকবে এবং ভেতরে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি ক্যামেরা , ৪৮ মেগাপিক্সেলের IMX581 আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২x অপটিক্যাল জুম সহ ৩২ মেগাপিক্সেলের IMX709 টেলিফটো সেন্সর অবস্থান করবে। Oppo Find N3 Flip-এর অন্যান্য স্পেসিফিকেশন আগের প্রজন্মের N2 Flip-এর মতোই হওয়ার সম্ভাবনা।