ছোট পটকা বড় ধামাকা! Oppo Find N3 Flip ফোনে থাকবে এই ফ্ল্যাগশিপ প্রসেসর সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা
আজ এক জনপ্রয় লিকস্টারের দৌলতে Oppo ব্র্যান্ডিংয়ের একটি আসন্ন ফোল্ডেবল স্মার্টফোনের ফিচার সম্পর্কিত বেশ কয়েকটি তথ্য সামনে...আজ এক জনপ্রয় লিকস্টারের দৌলতে Oppo ব্র্যান্ডিংয়ের একটি আসন্ন ফোল্ডেবল স্মার্টফোনের ফিচার সম্পর্কিত বেশ কয়েকটি তথ্য সামনে এলো। আমরা কথা বলছি গত বছর আত্মপ্রকাশ করা Oppo Find N2 Flip স্মার্টফোনের উত্তরসূরি হিসাবে শীঘ্রই লঞ্চ হতে চলা Oppo Find N3 Flip -এর প্রসঙ্গে। জানা গেছে আলোচ্য মডেলটি পূর্বসূরির তুলনায় আরো উন্নত ক্যামেরা এবং চিপসেটের সাথে আসবে। এছাড়া ডিভাইসটি ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা অফার করতে পারে।
আনুষ্ঠানিক লঞ্চের আগে ফাঁস হল Oppo Find N3 Flip স্মার্টফোনের কী-ফিচার
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের (Digital Chat Station) একটি সাম্প্রতিক উইবো (Weibo) পোস্ট থেকে জানা গেছে, আপকামিং ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ স্মার্টফোনকে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ নিয়ে আসা হবে। এই মডিউলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উপস্থিত থাকবে, যা 'অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন' বা OIS প্রযুক্তি সমর্থন করবে। এছাড়া সহায়ক ক্যামেরা হিসাবে - একটি টেলিফটো লেন্স এবং আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল শুটার দেওয়া হতে পারে। আবার ডিভাইসের সামনে হাই-ফ্রিকোয়েন্সি ডিমিং প্রযুক্তি এবং ডেডিকেটেড আই প্রটেকশন মোড যুক্ত পাঞ্চ-হোল ডিজাইনের ডিসপ্লে প্যানেল দেখা যাবে।
উন্নত পারফরম্যান্স সরবরাহের জন্য এই ফ্লিপ স্টাইল ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০+ প্রসেসর ব্যবহার করা হবে বলে দাবি করেছেন টিপস্টার। পাশাপাশি, ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ১৬ জিবি র্যাম এবং ৪,৮০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি অফার করবে। জানিয়ে রাখি, পূর্বসূরির ফাইন্ড এন২ ফ্লিপ মডেলে ৪,৩০০ এমএএইচের ব্যাটারি ছিল। এদিকে সম্প্রতি আলোচ্য ফ্ল্যাগশিপ ফোনকে 'কম্পালসারি সার্টিফিকেশন অফ চীন' (3C বা CCC) প্ল্যাটফর্মে তালিকাভুক্ত করা হয়। যার লিস্টিং নিশ্চিত করেছে যে, এই ভাঁজযোগ্য মডেল ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।
অতএব উল্লেখিত ফিচারসমূহ দেখে একটা বিষয়ে আমরা নিশ্চিত হয়ে গেছি যে, আসন্ন Oppo Find N3 Flip ফোনের কয়েকটি কনফিগারেশন পূর্বসূরি Find N2 Flip -এর অনুরূপ হবে ঠিকই, তবে ক্যামেরা, চিপসেট এবং ব্যাটারি বিভাগ আরো আপগ্রেডেড হতে চলেছে।
ওপ্পো চলতি মাসের শেষে তাদের হোম-মার্কেটে ক্ল্যামশেল ফোল্ডিং ডিজাইনের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিকে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। তবে Find N3 Flip ছাড়াও, Oppo Pad Air 2 এবং Watch 5 সিরিজ ওয়্যারেবলকেও ওই একই দিনে উন্মোচন করা হতে পারে।