দুর্ধর্ষ 48+48+64 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে বাজার মাতাতে আসছে Oppo Find N3 Fold, থাকবে পাওয়ারফুল প্রসেসর

ওপ্পো আগামী ১২ অক্টোবর ভারতে তাদের লেটেস্ট ক্ল্যামশেল ডিজাইনের স্মার্টফোন, Oppo Find N3 Flip লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি কোম্পানি আগামী মাসেরর মধ্যে চীনে তাদের…

ওপ্পো আগামী ১২ অক্টোবর ভারতে তাদের লেটেস্ট ক্ল্যামশেল ডিজাইনের স্মার্টফোন, Oppo Find N3 Flip লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি কোম্পানি আগামী মাসেরর মধ্যে চীনে তাদের তৃতীয় প্রজন্মের অনুভূমিক ফোল্ডিং ফোন উন্মোচন করব বলে শোনা যাচ্ছে। সম্প্রতি, জনপ্রিয় টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন Oppo Find N3-এর বৈশিষ্ট্যগুলি অনলাইনে ফাঁস করেছেন। আর এখন গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম থেকে ডিভাইসটির গ্লোবাল ভ্যারিয়েন্ট সম্পর্কে আরও তথ্য সামনে এসেছে।

Oppo Find N3 হাজির হয়েছে Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে

CPH2499 মডেল নম্বর সহ ওপ্পো ফাইন্ড এন৩ গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিংটি প্রকাশ করেছে যে, ডিভাইসটিতে কালামা (Kalama) কোডনেম যুক্ত একটি মাদারবোর্ড রয়েছে, যা ২.২ গিগাহার্টজে রান করা তিনটি কোর, ২.৮ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি কোর এবং ৩.১৯ গিগাহার্টজ গতির একটি প্রাইমারি কোর দ্বারা গঠিত। বেঞ্চমার্ক লিস্টিংয়ে উল্লেখিত এই তথ্যগুলি নির্দেশ করে যে, ওপ্পো ফাইন্ড এন৩ অ্যাড্রেনো ৭৪০ জিপিইউ-এর সাথে যুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে।

এর পাশাপশি বেঞ্চমার্ক লিস্টিং থেকে জানা গেছে যে, ডিভাইসটি ১৬ জিবি র‍্যাম অফার করবে এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে ওপ্পো ফাইন্ড এন৩ যথাক্রমে ১,০৬৬ পয়েন্ট এবং ৫,০৪২ পয়েন্ট স্কোর করেছে।

জানিয়ে রাখি, টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, Oppo Find N3 Fold-এ ২,২৬৮ x ২,৪৪০ পিক্সেলের রেজোলিউশন সহ ৭.৮২ ইঞ্চির অভ্যন্তরীণ ডিসপ্লে থাকবে, যেখানে কভার স্ক্রিনটির আকার হবে ৬.৩১ ইঞ্চি, যা তার পূর্বসূরি থেকে বড়। উভয় ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) প্যানেল থাকবে। ফটোগ্রাফির জন্য, Oppo Find N3-এর রিয়ার ক্যামেরা সেটআপে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ইউনিট উপস্থিত থাকবে৷ স্মার্টফোনটি ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ অফার করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Find N3 Fold-এ ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০৫ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন