Oppo Find N3: ডুয়াল ডিসপ্লের ফোন আনল ওপ্পো, 48+48+64MP ক্যামেরা, 80W চার্জিং

দীর্ঘ প্রতীক্ষার পর আজ Oppo Find N3 চীন তথা বিশ্ব বাজারে লঞ্চ হয়ে গেল। বলাই বাহুল্য, ফোল্ডেবল স্মার্টফোনটি গত বছরের Oppo Find N2-এর উত্তরসূরি হিসেবে…

দীর্ঘ প্রতীক্ষার পর আজ Oppo Find N3 চীন তথা বিশ্ব বাজারে লঞ্চ হয়ে গেল। বলাই বাহুল্য, ফোল্ডেবল স্মার্টফোনটি গত বছরের Oppo Find N2-এর উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ডিভাইসটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) কভার ও ইনার ডিসপ্লে, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ট্রিপল রিয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০৫ এমএএইচ ব্যাটারি রয়েছে। উল্লেখ্য, Oppo Find N3 আসলে OnePlus Open-এর অনুরূপ, যেটি আজ ভারতে লঞ্চ হতে চলেছে। আসুন তাহলে নবাগত ওপ্পো ফোল্ডেবলটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

Oppo Find N3-এর স্পেসিফিকেশন ও ফিচার

ওপ্পো ফাইন্ড এন৩-এর ভিতরে ৭.৮২ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২কে রেজোলিউশন, ডলবি ভিশন, ২,৮০০ নিট পিক ব্রাইটনেস, ১,৪৪০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং, আল্ট্রা থিন গ্লাসের সুরক্ষা অফার করে। আর ফোনটির সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও, ২,৮০০ নিট পিক ব্রাইটনেস, ২কে রেজোলিউশন এবং সিরামিক গার্ড শিল্ড সুরক্ষা সহ ৬.৩১ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে বিদ্যমান। ওপ্পো ফাইন্ড এন৩-এ অ্যাড্রেনো ৭৪০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনটি ১২ জিবি/১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম, ৫১২ জিবি/১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করে। ওপ্পো ফাইন্ড এন৩ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালার ওএস ১৩.২ (ColorOS 13.2) ইউজার ইন্টারফেসে রান করে।

ক্যামেরার ক্ষেত্রে, ওপ্পো ফাইন্ড এন৩-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর কভার ডিসপ্লেতে একটি ৩২ মেগাপিক্সেলের এবং ফোল্ডিং ডিসপ্লেতে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অবস্থান করছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Find N3-এ ৪,৮০৫ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ৪জি, ৫জি স্ট্যান্ড-অ্যালোন/নন স্ট্যান্ড-অ্যালোন, ওয়াই-ফাই ৮০২.১১এএক্স, ব্লুটুথ ভি৫.৩, ইউএসবি-সি পোর্ট, এনএফসি, বেইদৌ, গ্লোনাস, গ্যালিলেও, কিউজেডএসএস এবং জিপিএস। নিরাপত্তার জন্য, Oppo Find N3-এ সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। পরিশেষে, এই ফোনের পরিমাপ ১৫৩.৪ x ১৪৩.১ x ৫.৮ মিলিমিটার।

Oppo Find N3-এর মূল্য এবং লভ্যতা

চীনে Oppo Find N3 ফোল্ডেবলটি গ্রীন, গোল্ডেন, ব্ল্যাক এবং রেড কালার অপশনে পাওয়া যাবে। এর মধ্যে গ্রীন এবং গোল্ডেন কালার ভ্যারিয়েন্টটি ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ অফার করে এবং দাম ৯,৯৯৯ ইউয়ান (প্রায় ১,১৩,৮০০ টাকা)। আর রেড ও ব্ল্যাক অপশনটি ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ সহ উপলব্ধ, যার মূল্য ১২,৯৯৯ ইউয়ান (প্রায় ১,৪৮,৯৬০ টাকা)।

ডিভাইসটি আগামী ২৭ অক্টোবর থেকে চীনে বিক্রি হবে। অন্যদিকে, Oppo Find N3 সিঙ্গাপুরে ক্লাসিক ব্ল্যাক এবং শ্যাম্পেন গোল্ড কালারে লঞ্চ করা হয়েছে এবং সেখানে ২,৩৯৯ সিঙ্গাপুর ডলার (প্রায় ১,৪৫,৩৯৫ টাকা) মূল্যে কেনা যাবে। এই ফোনটি কবে ভারতীয় বাজারে প্রবেশ করবে, তা এখনও নিশ্চিত করেনি ওপ্পো।