Oppo Find N3: বিশ্বজয়ের লক্ষ্যে ওপ্পো, ফোল্ডেবল ফোন ছড়িয়ে দেবে উত্তর থেকে দক্ষিণ গোলার্ধে
Oppo Find N3 আগস্টের শেষ বা সেপ্টেম্বর মাসের প্রথমার্ধের মধ্যেই চীনে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। ফোল্ডেবল ফোনটির ডিজাইন...Oppo Find N3 আগস্টের শেষ বা সেপ্টেম্বর মাসের প্রথমার্ধের মধ্যেই চীনে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। ফোল্ডেবল ফোনটির ডিজাইন এবং স্পেসিফিকেশন ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে। আর এখন, Oppo Find N3 থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) ও ইন্দোনেশিয়ার টিকেডিএন (TKDN) এর ছাড়পত্র লাভ করে বিশ্বব্যাপী লঞ্চের দিকে নির্দেশ করে। আসুন এই আপকামিং ওপ্পো ফোনটির সম্পর্কে কি কি তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।
Oppo Find N3 পেল NBTC এবং TKDN-এর অনুমোদন
CPH2499 মডেল নম্বর সহ ওপ্পো ফাইন্ড এন৩ ফোনটি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন এবং ইন্দোনেশিয়ার টিকেডিএন ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এই সার্টিফিকেশনগুলি ইঙ্গিত করে যে, ওপ্পোর এই ফোল্ডেবল হ্যান্ডসেটটি চীনের বাইরে আন্তর্জাতিক বাজারে লঞ্চ হবে, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কেননা এর পূর্বসূরি ফাইন্ড এন এবং ফাইন্ড এন২ - উভয় মডেলই চীনে সীমাবদ্ধ ছিল। যদিও, লিস্টিংগুলি ফোনটির কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে ইতিমধ্যেই কিছু সূত্র মারফৎ এটি সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে।
Oppo Find N3-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, Oppo Find N3-এর ৮ ইঞ্চির ফোল্ডেবল ওলেড (OLED) প্রাইমারি ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,২৬৮ x ২,৪৪০ পিক্সেল রেজোলিউশন অফার করবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির ফুলএইচডি+ কভার ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। Find N3 কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে, যা ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১ টিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে ফটোগ্রাফির ক্ষেত্রে, Find N3-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অবস্থান করবে। এছাড়াও, এর ক্যামেরা সেটআপে পেরিস্কোপ সেন্সর থাকবে, যা ৩x জুম ক্ষমতা প্রদান করবে বলে জানা গেছে।