পরিবেশ রক্ষায় বড় পদক্ষেপ, ফোনের বাক্সে পুনর্ব্যবহারযোগ্য উপাদান ব্যবহার করছে Oppo
ওপ্পো (Oppo) গত আগস্ট মাসে তাদের Find N3 লাইনআপের অধীনে ক্ল্যামশেল ডিজাইনের Find N3 Flip ফোল্ডেবল স্মার্টফোনটি বাজারে...ওপ্পো (Oppo) গত আগস্ট মাসে তাদের Find N3 লাইনআপের অধীনে ক্ল্যামশেল ডিজাইনের Find N3 Flip ফোল্ডেবল স্মার্টফোনটি বাজারে লঞ্চ করেছে। বর্তমানে ব্র্যান্ডটি এই সিরিজে অন্তর্ভুক্ত বুক-স্টাইলের ফোল্ডেবল, Oppo Find N3-কে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। তবে কোনরকম আনুষ্ঠানিক ঘোষণার আগেই এবার এক সুপরিচিত টিপস্টার ফ্ল্যাগশিপ Oppo Find N3 মডেলের রিটেইল বক্সটির ছবি ইন্টারনেটে শেয়ার করছেন। এই প্যাকেজটির ছবি থেকে কি কি তথ্য সামনে এল, আসুন দেখে নেওয়া যাক।
ফাঁস হল Oppo Find N3 রিটেইল বক্সের ছবি
ইভিলিক্স নামে পরাচিত টিপস্টার ইভান ব্লাস তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে একটি অপ্রকাশিত ছবি শেয়ার করেছেন। ছবিটিতে ওপ্পো ফাইন্ড এন৩-এর রিটেইল বক্সটিকে বেশ কয়েকটি ওপ্পো ব্র্যান্ডের স্মার্টফোনের প্যাকেজিং বক্সের মাঝে দেখা গেছে। জানিয়ে রাখি, ওপ্পো সেলস অ্যান্ড মার্কেটিং-এর প্রেসিডেন্ট, বিলি ঝাং সম্প্রতি তাদের কিছু স্মার্টফোনের প্যাকেজিং বক্সগুলিকে টিজ করেছিলেন, যা এগুলির পরিবেশ-বান্ধব ডিজাইন তুলে ধরেছিল৷
ছবি অনুযায়ী, ফাইন্ড এন৩ রিটেইল বাক্সটিও একই ধাঁচে তৈরি বলে মনে করা হচ্ছে। বাক্সগুলি হালকা ওজনের হওয়ায় এগুলিতে কাগজের ব্যবহার ৩০ শতাংশ হ্রাস পেয়েছে। প্যাকেজিংয়ে ১০০ শতাংশ বায়োডিগ্রেডেবল উপকরণ রয়েছে এবং ৪৫ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য ফাইবার দিয়েও তৈরি। উল্লেখযোগ্যভাবে, নতুন রিটেইল বক্সগুলির মধ্যে জাঁকজমকহীন একেবারে একটি সাধারণ ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখা যায়। ফাইন্ড এন৩-এর বাক্সটি ধূসর রঙের, যার সামনে "৩" অক্ষরটি ফাইন্ড এন৩-এর আয়তক্ষেত্রাকার আউটলাইনের ভিতরে খোদাই করা রয়েছে।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত Oppo Find N3 সম্পর্কে যা যা তথ্য সামনে এসেছে তার ওপর ভিত্তি করে বলা যায়, এই ডিভাইসটিতে একটি নোটবুকের মতো ফোল্ডিং প্রাইমারি ডিসপ্লে থাকবে, যা কিউএইচডি রেজোলিউশন সহ ৭.৮২ ইঞ্চির ওলেড (OLED) প্যানেল হতে পারে। আর কভার ডিসপ্লেটি হবে একটি ৬.৩১ ইঞ্চির প্যানেল, যা ফুলএইচডি+ রেজোলিউশন অফার করবে। ফোনটির পিছনে সম্ভবত দুটি ৪৮ মেগাপিক্সেলের সেন্সর এবং একটি ৬৪ মেগাপিক্সেলের লেন্স অন্তর্ভুক্ত থাকবে। আর ফোনের সামনের দিকে সেলফির জন্য ৪৮ মেগাপিক্সেলের এবং ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। Oppo Find N3 শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।