স্যামসাং পারল না, Snapdragon 8 Gen 4 প্রসেসরের প্রথম ফোল্ডেবল ফোন হবে Oppo Find N5

Oppo Find N5 ফোল্ডেবল স্মার্টফোনটি আগামী বছরের শুরুতে বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এখন এর বেশ কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

oppo find n5 launch timeline display chipset camera details leaked

গত বছর ওপ্পো চীনের বাজারে Oppo Find N3 ফোল্ডেবল ফোনটি উন্মোচন করেছে। তবে, ব্র্যান্ডটি এবছর এর কোনও উত্তরসূরি প্রকাশ করেনি। সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে চীনা কোম্পানিটি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে Oppo Find N5 উন্মোচন করতে পারে। এখন এক সুপরিচিত টিপস্টার ওপ্পোর পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল ফোনটির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। আসন্ন Oppo Find N5 সম্পর্কে কি কি জানা গেছে, আসুন দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: আজই সেল শেষ, 108 মেগাপিক্সেল রিয়ার ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার এই ফোন হল সস্তা

Oppo Find N5 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

এবছর যে ফোল্ডেবল ফোনগুলি লঞ্চ হয়েছে, যেমন ভিভো এক্স ফোল্ড 3 প্রো, অনর ম্যাজিক ভি3 এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 6 সবগুলিই কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দ্বারা চালিত। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) এর মতে, ওপ্পো ফাইন্ড এন5 SM8750 চিপসেটে চলবে, যা আসলে পরবর্তী প্রজন্মের কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 প্রসেসরের মডেল নম্বর। এটি অক্টোবরে আত্মপ্রকাশ করতে চলেছে। তাই, মনে করা হচ্ছে যে ওপ্পো ফাইন্ড এন5 হতে পারে বিশ্বের প্রথম ফোল্ডেবল ফোন, যা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 চিপসেটে চলবে।

সাম্প্রতিক রিপোর্ট থেকে জন্য গেছে যে, ওপ্পো ফাইন্ড এন5 হ্যান্ডসেটের ভিতরের ফোল্ডেবল ডিসপ্লে এবং কভার স্ক্রিন 2কে রেজোলিউশন সাপোর্ট করবে। ডিভাইসের রিয়ার প্যানেলে 50 মেগাপিক্সেলের সনি (Sony) ক্যামেরা সমন্বিত ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এই প্রাইমারি ক্যামেরাটি একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং সম্ভবত একটি আল্ট্রা-ওয়াইড সেন্সরের সাথে যুক্ত থাকবে। পূর্বসূরি মডেলের মতো, ওপ্পো ফাইন্ড এন5 মডেলে একটি বড় বৃত্তাকার ক্যামেরা আইল্যান্ড দেখা যাবে।

আরও পড়ুন: iPhone 16 লঞ্চের আগেই 20 হাজার টাকা দাম কমলো iPhone 15 Pro Max এর

উল্লেখযোগ্যভাবে, Oppo Find N5 হবে ব্যতিক্রমীভাবে স্লিম এবং হালকা ওজনের। এর পুরুত্ব প্রায় 9.x মিমি হতে চলেছে। এটিতে একটি তিন-পর্যায়ের অ্যালার্ট স্লাইডার বাটনও অন্তর্ভুক্ত থাকবে। ডিভাইসটির কাঠামোগত শক্তিবৃদ্ধি হবে ও এটি জল প্রতিরোধী বিল্ড সহ আসবে বলে আশা করা হচ্ছে।

যদিও, টিপস্টার Oppo Find N5 ফোল্ডেবল ফোনের ব্যাটারি সম্পর্কে কোনও তথ্য প্রদান করেননি। তবে, এর পূর্বসূরিতে 4,800 এমএএইচ ব্যাটারি রয়েছে এবং নতুন ফোনগুলিতে হাই-ডেনসিটির সিলিকন ব্যাটারি অফার করার একটি ক্রমবর্ধমান প্রবণতা রয়েছে তা বিবেচনা করে, সম্ভবত Oppo Find N5 এ একটি বড় ব্যাটারি থাকতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন