ক্যামেরায় পাত্তা পাবে না কেউ, সাথে Oppo Find X6 সিরিজ কে স্পেশাল করবে পাওয়ারফুল ব্যাটারি

জনপ্রিয় টেক ব্র্যান্ড ওপ্পো তাদের আসন্ন Oppo Find X6 সিরিজের হ্যান্ডসেটগুলি শীঘ্রই বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।...
Ananya Sarkar 3 Nov 2022 11:47 PM IST

জনপ্রিয় টেক ব্র্যান্ড ওপ্পো তাদের আসন্ন Oppo Find X6 সিরিজের হ্যান্ডসেটগুলি শীঘ্রই বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই এই সিরিজের ডিভাইসগুলির বিশদ বিবরণও অনলাইনে ফাঁস হতে শুরু করেছে। শোনা যাচ্ছে, Find X6 লাইনআপে একটি রেগুলার এবং একটি প্রো মডেল অন্তর্ভুক্ত থাকবে। উভয় স্মার্টফোনের ক্যামেরা, ডিসপ্লে এবং প্রসেসর সংক্রান্ত তথ্যগুলি এর আগেই সূত্র মারফৎ সামনে এসেছে। আর এখন, এক সুপরিচিত চীনা টিপস্টার Oppo Find X6 সিরিজের ব্যাটারির ক্ষমতা অনলাইনে শেয়ার করেছেন। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

Oppo Find X6 সিরিজের ব্যাটারি স্পেসিফিকেশন ফাঁস

নির্ভরযোগ্য টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবো (Weibo)-এর একটি পোস্টে দাবি করেছেন যে, আপকামিং ওপ্পো ফাইন্ড এক্স৬ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ইউনিট দ্বারা চালিত হবে এবং ফাইন্ড এক্স৬ প্রো-এ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন সেল ব্যবহার করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, উভয় মডেলেরই পূর্বসূরি মডেলগুলিতে এই একই ক্ষমতার ব্যাটারি ছিল। সম্ভবত ফাইন্ড এক্স৬ সিরিজের দুই মডেলই ৬০ হার্টজ ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। তবে এই নতুন তথ্যগুলি ছাড়া, ফাইন্ড এক্স৬ সিরিজ সম্পর্কে আর কোনও অতিরিক্ত বিবরণ প্রকাশ করেননি টিপস্টার। আশা করা যায়, আগামী মাসগুলিতে ওপ্পোর পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি সম্পর্কে আরও জানা যাবে।

প্রসঙ্গত, অতীতের রিপোর্টগুলিতে উল্লেখ করা হয়েছে যে, Oppo Find X6 এবং X6 Pro যথাক্রমে ১.৫কে (1.5K) এবং ২কে (2K) পিক্সেলের রেজোলিউশন যুক্ত ওলেড (OLED) ডিসপ্লে সহ আসবে। রেগুলার ভ্যারিয়েন্টটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যেখানে প্রো মডেলটি কোয়ালকমের আসন্ন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ চিপসেটের সাথে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। মডেলগুলি সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করতে পারে।

ফটোগ্রাফির জন্য, Oppo Find X6 এবং X6 Pro উভয় মডেলেই একটি ১ ইঞ্চির সনি আইএমএক্স৯৮৯ প্রাইমারি সেন্সর থাকবে বলে থাকবে বলে শোনা যাচ্ছে। প্রধান লেন্সটি ৪কে এইচডিআর নাইট ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে, যা ওপ্পোর স্ব-উন্নত মারিসিলিকন এক্স (MariSilicon X) এনপিইউ-এর জন্য সম্ভব হবে। প্রো মডেলের ক্যামেরা কনফিগারেশনে প্রাইমারি, আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো লেন্সের সমন্বয়ে তিনটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। আর রেগুলার ভ্যারিয়েন্টে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৩২ মেগাপিক্সেলের একটি তৃতীয় সেন্সর উপস্থিত থাকবে।

উল্লেখ্য, পরবর্তী প্রজন্মের Oppo Find X6 সিরিজটি এবছর ফেব্রুয়ারি মাসের শুরুতে লঞ্চ হওয়া Find X5-এর উত্তরসূরি হিসেবে আসবে। যদিও এই মডেলগুলির লঞ্চের টাইমলাইন এখনও অজানাই রয়েছে, তবে আশা করা যায় লাইনআপটি আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকে দেশীয় বাজারে আত্মপ্রকাশ করবে।

Show Full Article
Next Story