প্রিমিয়াম ফোনের বাজার গরম করতে আসরে Oppo, 50MP+50MP+50MP ক্যামেরার সঙ্গে নয়া মডেল লঞ্চ শীঘ্রই

ওপ্পো (Oppo)-এর আসন্ন Find X6 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই Find X6 লাইনআপের অধীনে বেশ কয়েকটি…

ওপ্পো (Oppo)-এর আসন্ন Find X6 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই Find X6 লাইনআপের অধীনে বেশ কয়েকটি নতুন হ্যান্ডসেট বাজারে পা রাখতে চলেছে। বলা হচ্ছে যে এই ডিভাইসগুলির মধ্যে একটি মডেলে MediaTek Dimensity প্রসেসর ব্যবহার করা হবে। এই Oppo Find X6 Pro Dimensity Edition-টি ইতিমধ্যেই সিএমআইআইটি (CMIIT) ডেটাবেসে উপস্থিত হয়েছে। আর এখন, এই আপকামিং ফোনটিকে চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে স্পট করে গেছে, যা ডিভাইসের ব্যাটারি সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছে। আসুন তাহলে Oppo Find X6 Pro Dimensity Edition সম্পর্কে ঠিক কি কি নতুন তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Oppo Find X6 Pro Dimensity Edition পেল TENAA-এর অনুমোদন

Oppo PHS110 মডেল নম্বর সহ ওপ্পো ফাইন্ড এক্স৬ প্রো ডাইমেনসিটি এডিশনটি চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকা অনুসারে, স্মার্টফোনটিতে ৪,৮৮০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে। সম্ভবত এটিকে লঞ্চের সময় ৫,০০০ এমএএইচ হিসাবে বাজারজাত করা হবে।

এছাড়াও, জানা গেছে যে এতে ট্রিপল-ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। যদিও, টেনা তালিকায় ফাইন্ড এক্স৬ প্রো ডাইমেনসিটি এডিশন সম্পর্কে আর কোনও বিবরণ প্রকাশ করা হয়নি। তবে, এখনও পর্যন্ত ফাইন্ড এক্স৬ প্রো-এর স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্টটির পাশাপাশি এই ডাইমেনসিটি সংস্করণটির সম্পর্কেও বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে, চলুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

Oppo Find X6 Pro/ Find X6 Pro Dimensity Edition-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ওপ্পো ফাইন্ড এক্স৬ প্রো ডাইমেনসিটি এডিশন-এ সম্প্রতি চালু হওয়া ডাইমেনসিটি ৯২০০ চিপসেটটি ব্যবহার করা হবে এবং সেইসাথে এতে এলপিডিডিআর৫এক্স র‍্যাম ও ইউএফএস ৪.০ স্টোরেজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর ফাইন্ড এক্স৬ প্রো-এর অপর সংস্করণটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হতে পারে। তবে এই দুই মডেলে প্রসেসর ছাড়া আর কোনও পার্থক্য থাকবে না বলেই মনে করা হচ্ছে।

জানিয়ে রাখি, Find X6 Pro বড় ৬.৮ ইঞ্চি বা ৬.৯ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে, যা কোয়াড-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে৷ ফটোগ্রাফির জন্য, এটির ব্যাক প্যানেলে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রসেসর, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর উপস্থিত থাকতে পারে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Find X6 Pro/ Find X6 Pro Dimensity Edition ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে আশা করা হচ্ছে যা ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এটি Android 13 ভিত্তিক (ColorOS 13) কাস্টম স্কিনে চলবে৷ X6 সিরিজটি এবছরের প্রথম ত্রৈমাসিকেই লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে৷