Oppo Find X6 Pro-তে 100W ফাস্ট চার্জিং, ফোন দিয়ে হবে রিমোট কন্ট্রোলের কাজ

ওপ্পো (Oppo) এবার তাদের ফ্ল্যাগশিপ Find X6 সিরিজের স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে৷ এই লাইনআপের অধীনে স্ট্যান্ডার্ড Find X6 এবং Find X6 Pro মডেল…

ওপ্পো (Oppo) এবার তাদের ফ্ল্যাগশিপ Find X6 সিরিজের স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে৷ এই লাইনআপের অধীনে স্ট্যান্ডার্ড Find X6 এবং Find X6 Pro মডেল দুটি বাজারে আসবে। সম্প্রতি একটি রিপোর্ট থেকে উচ্চতর Find X6 Pro ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশনগুলি প্রকাশ করা হয়েছিল। আর এখন প্রো মডেল অর্থাৎ Oppo Find X6 Pro-এর সম্পর্কে নতুন কিছু তথ্য সামনে এসেছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেগুলি কী কী।

ফাঁস হল Oppo Find X6 Pro-এর চার্জিং স্পিড সহ কিছু মূল বৈশিষ্ট্য

জানা গিয়েছে যে, নতুন ওপ্পো ফাইন্ড এক্স৬ প্রো মডেলটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এর আগেও বিভিন্ন সূত্রে একই দাবি করা হয়েছিল। এছাড়াও, ফোনটিতে ডুয়েল স্পিকার সেটআপ থাকবে যা সম্ভবত একটি স্টেরিও সেটআপের ইঙ্গিত দেয়।

আবার, ওপ্পো ফাইন্ড এক্স৬ প্রো-এ একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটরের পাশাপাশি একটি আইআর (IR) ব্লাস্টারও অবস্থান করবে বলে জানা গেছে। এটি মূলত একটি ইনফ্রারেড সেন্সর, যা ব্যবহারকারীদের বাড়িতে থাকা বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সের জন্য রিমোট কন্ট্রোল হিসেবে কাজ করতে স্মার্টফোনটিকে সক্ষম করে তুলবে।

শোনা যাচ্ছে, OppoFind X6 Pro কোয়ালকমের লেটেস্ট এবং সর্বশ্রেষ্ঠ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে। এই চিপসেটটি সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত হবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Find X6 Pro শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৫০ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে।