ক্যামেরার জোরে বাজার কাঁপাবে Oppo Find X7 সিরিজ, এই তথ্যগুলো আগে জানতেন

ওপ্পো (Oppo) তাদের Find X7 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে। বর্তমানে কোম্পানিটি ক্রেতাদের...
Ananya Sarkar 20 Dec 2023 2:37 PM IST

ওপ্পো (Oppo) তাদের Find X7 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে। বর্তমানে কোম্পানিটি ক্রেতাদের আকৃষ্ট করতে টিজারের মাধ্যমে আপকামিং ফোনগুলির সম্পর্কে নানান আকর্ষণীয় তথ্য প্রকাশ করছে। এমনই একটি পোস্টারে নিশ্চিত করা হয়েছে যে Find X7 সিরিজে সনি (Sony)-এর লেটেস্ট LYT-900 ১-ইঞ্চি ক্যামেরা সেন্সর থাকবে। এবার Oppo Find X7 এবং Find X7 Ultra-তে ব্যবহৃত সমস্ত ক্যামেরা সেন্সরগুলির নাম প্রকাশ হয়েছে। চলুন Find X7 সিরিজের ক্যামেরা স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

Oppo Find X7 এবং Find X7 Ultra-এর ক্যামেরা স্পেসিফিকেশন (সম্ভাব্য)

চীনা ব্র্যান্ড দ্বারা প্রকাশিত অফিশিয়াল পোস্টারটি ওপ্পো ফাইন্ড এক্স৭ সিরিজে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৯০০ ক্যামেরা সেন্সরের উপস্থিতি নিশ্চিত করেছে। বিশেষত, এটি ওপ্পো ফাইন্ড এক্স৭ আল্ট্রা-এর কোয়াড-ক্যামেরা সিস্টেমে প্রাইমারি ক্যামেরা হিসেবে কাজ করবে।

এর পাশাপাশি, ওপ্পো ফাইন্ড এক্স৭ আল্ট্রা-এর ক্যামেরা সেটআপে এক জোড়া ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা থাকবে আশা করা হচ্ছে, যেগুলি যথাক্রমে ৩x এবং ৬x অপটিক্যাল জুম অফার করবে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, পেরিস্কোপ ক্যামেরাগুলি যথাক্রমে সনি আইএমএক্স৮৯০ এবং আইএমএক্স৮৫৮ ক্যামেরা সেন্সর হবে। আল্ট্রা-ওয়াইড শট ক্যাপচার করার জন্য, ওপ্পো ফাইন্ড এক্স৭ আল্ট্রা-এ ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৬০০ ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড Oppo Find X7-এর ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটের মধ্যে থাকবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, যার সাথে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ একটি ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স যুক্ত থাকবে। সহায়ক ক্যামেরাগুলি যথাক্রমে Samsung JN1 এবং OmniVision OV64B সেন্সর ব্যবহার করে।

ইতিমধ্যেই জানা গেছে যে, Oppo Find X7 ফোনটি MediaTek Dimensity 9300 চিপসেট দ্বারা চালিত হবে, যেখানে Oppo Find X7 Ultra মডেলে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপটি থাকতে পারে। এছাড়া X7 সিরিজের তৃতীয় মডেল, Oppo Find X7 Ultra-এর স্যাটেলাইট কমিউনিকেশন ভার্সনটি Find X7 Ultra-এর মতো একই স্পেসিফিকেশন অফার করবে বলে আশা করা হচ্ছে। শুধু এতে অতিরিক্ত বৈশিষ্ট্য হিসেবে দ্বি-মুখী স্যাটেলাইট কমিউনিকেশন ফিচারটি থাকবে। Oppo Find X7 সিরিজ আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আত্মপ্রকাশ করতে পারে।

Show Full Article
Next Story