লঞ্চের আগেই Oppo Find X7 সিরিজের ক্যামেরার জাদু দেখার সুযোগ দিচ্ছে Oppo

Oppo সম্প্রতি তাদের আপকামিং স্মার্টফোন সিরিজ Oppo Find X7 -এর লঞ্চের সময় নিশ্চিত করেছে। জানা গেছে ২০২৪ সালের জানুয়ারি মাসে এই সিরিজ বাজারে পা রাখবে।…

Oppo সম্প্রতি তাদের আপকামিং স্মার্টফোন সিরিজ Oppo Find X7 -এর লঞ্চের সময় নিশ্চিত করেছে। জানা গেছে ২০২৪ সালের জানুয়ারি মাসে এই সিরিজ বাজারে পা রাখবে। যদিও নির্দিষ্টভাবে কোনো লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। তবে আলোচ্য ফ্ল্যাগশিপ সিরিজে ১-ইঞ্চি সাইজের Sony LYT 900 সেন্সর ব্যবহারের কথা হালফিলে প্রকাশ্যে নিয়ে আসে Oppo। আবার এখন সংস্থাটি, আনুষ্ঠানিক লঞ্চের আগেই Find X7 সিরিজের জন্য একটি কনফারেন্স আয়োজনের কথা জানালো। এই কনফারেন্সটি Hasselblad -এর সাথে হাত মিলিয়ে আয়োজন করা হবে বলে জানা যাচ্ছে। ফলে আমাদের অনুমান, আপকামিং এই কনফারেন্সে Oppo Find X7 সিরিজের ক্যামেরা সম্পর্কে আলোচনা করা হতে পারে।

আনুষ্ঠানিক লঞ্চের আগে Oppo Find X7 সিরিজের জন্য একটি কনফারেন্স আয়োজন করা হল

ওপ্পো -এর তরফ থেকে জানানো হয়েছে যে, আগামীকাল অর্থাৎ ২৭শে ডিসেম্বর হ্যাসেলব্লাড -এর সাথে হাত মিলিয়ে আসন্ন ফাইন্ড এক্স৭ সিরিজের জন্য একটি কনফারেন্স আয়োজন করা হবে। এই কনফারেন্সের ট্যাগলাইন – “এক্সপ্লোরিং টেকনোলজি নো ম্যানস ল্যান্ড” (অনূদিত) রাখা হয়েছে। ফলে আশা করা হচ্ছে যে ওপ্পো, হ্যাসেলব্লাড -এর সাথে যৌথ উদ্যোগে তাদের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটিতে যেসব উদ্ভাবনী ইমেজিং ফিচার এবং ক্যামেরা দক্ষতা অফার করবে তাই হয়তো লঞ্চের আগে আয়োজিত এই কনফারেন্সে প্রদর্শন করতে চলেছে।

প্রসঙ্গত পূর্বে প্রকাশিত একটি লিক অনুযায়ী, স্ট্যান্ডার্ড ফাইন্ড এক্স৭ ফোনে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। অন্যদিকে, ফাইন্ড এক্স৭ আল্ট্রা মডেলটি আসবে ৫০ মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ইউনিটের সাথে৷

আলোচ্য লাইনআপের অধীনে – ফাইন্ড এক্স৭, ফাইন্ড এক্স৭ প্রো এবং ফাইন্ড এক্স৭ আল্ট্রা মডেল আসতে পারে। যদিও সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হচ্ছে যে, এই সিরিজে হয়তো ‘প্রো’ মডেলটি অন্তর্ভুক্ত করা হবে না। আসন্ন প্রত্যেকটি স্মার্টফোনে স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট করতে পারে।

Oppo Find X7 সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • ডিসপ্লে: ১.৫কে রেজোলিউশন সমর্থিত ৬.৭৮-ইঞ্চির BOE 8T OLED ডিসপ্লে দেওয়া হবে Find X7 ফোনে। অন্যদিকে উচ্চতর Find X7 Ultra মডেলে ৬.৮২-ইঞ্চির ২কে BOE 8T OLED থাকবে। উভয় মডেলই – ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২১৬০ হার্টজ PWM ডিমিং সাপোর্ট করবে।
  • অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিন।
  • র‍্যাম এবং স্টোরেজ: LPDDR5x র‍্যাম এবং UFS 4.0 স্টোরেজ।
  • প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ চিপসেট (Find X7), কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ (Find X7 Ultra)।
  • রিয়ার ক্যামেরা: Find X7 ফোনে থাকবে – OIS সহ সমর্থিত ৫০ মেগাপিক্সেলের LYT-808 প্রাইমারি সেন্সর + ৫০ মেগাপিক্সেলের Samsung JN1 আল্ট্রা-ওয়াইড লেন্স + OIS ও ৩এক্স জুম সহ ৬৪ মেগাপিক্সেলের Omnivision OV64 টেলিফোটো লেন্স৷

অন্যদিকে Find X7 Ultra মডেলে দেওয়া হবে – OIS সহ ৫০ মেগাপিক্সেলের Sony LYT-900 প্রাইমারি সেন্সর + ৫০ মেগাপিক্সেলের LYT800 আল্ট্রা-ওয়াইড লেন্স, OIS ও ৬এক্স অপটিক্যাল জুম যুক্ত ৫০ মেগাপিক্সেলের IMX858 সেন্সর + OIS ও ৩এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের IMX890 লেন্স৷

  • সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারি: ১০০ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি (Find X7 Ultra)।