HyperTone Camera: AI-এর ম্যাজিকে ছবি হবে নিখুঁত, ওপ্পোর ফোনে আসছে বড় চমক!
গতকাল (৮ নভেম্বর) ফ্রান্সে বার্ষিক ফটোগ্রাফি ফোরামের মূল বক্তব্য চলাকালীন, ওপ্পো (Oppo) এবং হ্যাসেলব্ল্যাড (Hasselblad)...গতকাল (৮ নভেম্বর) ফ্রান্সে বার্ষিক ফটোগ্রাফি ফোরামের মূল বক্তব্য চলাকালীন, ওপ্পো (Oppo) এবং হ্যাসেলব্ল্যাড (Hasselblad) যৌথ ভাবে তাদের নতুন উদ্বোগ, নিউ জেনারেশন HyperTone ক্যামেরা সিস্টেম লঞ্চের ঘোষণা করেছে। এটি আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে লঞ্চ হতে চলা ফ্ল্যাগশিপ ফোন, অর্থাৎ Oppo Find X7 সিরিজে সর্বপ্রথম দেখা যাবে। এই উদ্যোগের লক্ষ্য অ্যাস্থেটিক ট্র্যাকশন টেকনোলজি এবং এফেক্টকে কাজে লাগিয়ে কম্পিউটেশনাল ফটোগ্রাফির পথ সুগম করে তোলা।
Hasselblad HyperTone ক্যামেরা সিস্টেমের মূল বৈশিষ্ট্য
ওপ্পো জানিয়েছে যে, হাইপারটোন ইমেজ ইঞ্জিন হল একটি বৈপ্লবিক প্রযুক্তি যা ডিসটর্শন বা বিকৃতির মতো সাধারণ মোবাইল ফটোগ্রাফির চ্যালেঞ্জগুলি মোকাবেলায় কম্পিউটেশনাল বা গণনামূলক ফটোগ্রাফি ব্যবহার করে। হাইপারটোন ইঞ্জিন আরএডাব্লিউ (RAW) ডোমেনে এআই ডিনয়েসিং-কে অন্তর্ভুক্ত করে এবং ফোটন ম্যাট্রিক্স প্রযুক্তি ব্যবহার করে সংশোধিত সুনির্দিষ্ট পিক্সেল ব্রাইটনেস অফার করে। এই অগ্রগতির ফলে ছবির স্বচ্ছতায় ৩০ শতাংশ উন্নতি দেখা যায় এবং উল্লেখযোগ্যভাবে ছবির নয়েজ ৬০ শতাংশ হ্রাস পায়৷ নতুন ইমেজ প্রসেসিং-এর মধ্যে রয়েছে টোন ম্যাপিং কন্ট্রোল এবং ডিজিটাল নেগেটিভ সহ ইমেজ ফিউশন।
এছাড়া, হাইপারটোন ক্যামেরা সিস্টেমটি হল একটি হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার এনহান্সমেন্টের সংমিশ্রণ, যার মধ্যে তিনটি মূল উপাদান রয়েছে: প্রথমটি হল প্রাইমারি ক্যামেরা সিস্টেম, যা সৃজনশীল স্বাধীনতার জন্য এনহান্সড জুম ম্যাগনিফিকেশন এবং একাধিক ভিউয়িং অ্যাঙ্গেল অফার করে। দ্বিতীয়টি হল ইমেজ ইঞ্জিন, যেটি নয়েজ কমাতে এবং ছবির স্বচ্ছতা বাড়াতে উন্নত গণনা ব্যবহার করে। এছাড়া আছে ProXDR ডিসপ্লে, যা ১২ মিলিয়ন বা ১.২ কোটি পিক্সেল ব্রাইটনেসে পৌঁছায় আরও বাস্তবসম্মত আউটপুটের জন্য আট গুণ বেশি ডায়নামিক রেঞ্জ অফার করে।
ইভেন্ট চলাকালীন, কোম্পানি তাদের উন্নত কালার স্যাম্পলিং ক্ষমতা প্রদর্শন করেছে, যা ত্বকের রঙের বৈশিষ্ট্যগুলি সঠিকভাবে ফুটিয়ে তুলতে সক্ষম এবং অনবোর্ড এআই-এর সাহায্যে ব্লুমিংয়ের মতো সমস্যার সমাধান করে। এই এনহ্যান্সমেন্টগুলি পোর্ট্রেট শটগুলিতে গভীরতার আরও স্বতন্ত্র ধারণা প্রদান করে।
পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে, Hasselblad HyperTone ক্যামেরা সিস্টেম সাবজেক্টের মুখের ত্রিমাত্রিক চেহারাকে উন্নত করে। ত্বকের রঙের জন্য স্যাম্পল কালারের ব্লকগুলিকে ২ থেকে ৯০ পর্যন্ত প্রসারিত করে। এর দ্বারা ওপ্পো ত্বকের রঙের বৈশিষ্ট্যগুলির সুনির্দিষ্ট রেস্টোরেশন করার ক্ষেত্রে সফল হবে। তাছাড়া, ন্যাচারাল পোর্ট্রেট ব্লারিং ইঞ্জিন অভ্যন্তরীণ গ্রেডিয়েন্টের মাধ্যমে অপটিক্যাল ব্লার ইফেক্টকে অনুকরণ করে।
Hasselblad HyperTone ক্যামেরা সিস্টেমটি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে লঞ্চ হতে চলা Oppo Find X7 ফ্ল্যাগশিপ সিরিজে প্রথম ব্যবহৃত হবে। কোম্পানি যোগ করেছে যে, Find X7 সিরিজের টেলিফোটো মডিউলে ইন্ডাস্ট্রির সবচেয়ে শক্তিশালী জুম লেন্স রয়েছে, যা লো লাইটে আরও ভালোভাবে ডিটেইলস ক্যাপচার করতে পারবে।
জানিয়ে রাখি, Oppo Find X7 এবং X7 Pro-এ যথাক্রমে MediaTek Dimensity 9300 এবং Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। HyperTone ক্যামেরা সিস্টেমটি OnePlus 12 এবং Oppo Reno 11 সিরিজের হ্যান্ডসেটেও দেখা যেতে পারে।