Oppo Find X7 Pro: ক্যামেরা থেকে ডিসপ্লে, লঞ্চের আগেই ফাঁস ওপ্পোর নয়া ফোনের প্রচুর ফিচার্স

ওপ্পো (Oppo) তাদের Find X7 সিরিজের স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। যদিও প্রতিযোগী চীনা ব্র্যান্ডগুলি বছরের শেষের দিকে ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করবে বলে…

ওপ্পো (Oppo) তাদের Find X7 সিরিজের স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। যদিও প্রতিযোগী চীনা ব্র্যান্ডগুলি বছরের শেষের দিকে ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করবে বলে প্ল্যান করলেও, Oppo তাদের Find X7 এবং Find X7 Pro প্রিমিয়াম ফোন দু’টি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে বাজারে আনবে বলে শোনা যাচ্ছে। তার আগে এখন এক চীনা টিপস্টার Find X7 Pro সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন।

Oppo Find X7 Pro-এর বৈশিষ্ট্য

এক সূত্রের দাবি, ওপ্পো ফাইন্ড এক্স৭ প্রো-র আপগ্রেড পূর্বসূরি ফাইন্ড এক্স৬ প্রো-এর থেকে তুলনামূলকভাবে সামান্যই হবে। মূল ফোকাসটি থাকবে এক্স৬ প্রো-এর ত্রুটিগুলি পূরণ করার ওপর। পাশাপাশি আরও ভালো ডিজাইনের মতোই কিছু ক্রমবর্ধমান উন্নতিও এতে দেখা যাবে।

এর সাথে টিপস্টার যোগ করেছেন যে, ওপ্পো ফাইন্ড এক্স৭ প্রো-এ ফাইন্ড এক্স৬ প্রো-এর মতোই স্যামসাং ই৬ অ্যামোলেড এলটিপিও কার্ভড-এজ স্ক্রিন থাকবে যা 2K রেজোলিউশন, ২,৫০০ নিটের পিক ব্রাইটনেস, একটি ডিফল্ট ৭২০ হার্টজের লো-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম ডিমিং মোড এবং ডেভেলপার মোডের মাধ্যমে একটি ১,৪৪০ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম ডিমিং মোড বেছে নেওয়ার ক্ষমতা অফার করবে।

এছাড়া, বর্তমান মডেলের মতো Oppo Find X7 Pro-এও একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (Sony IMX709 সেন্সর) এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony IMX989-এর নাম পরিবর্তন করে Sony LYT900) সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনেরও প্রধান ক্যামেরার সাথে একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা (Sony IMX7090890) এবং একটি ৫০ মেগাপিক্সেলের (Sony LYT700) পেরিস্কোপ টেলিফটো লেন্স যুক্ত থাকবে।

টিপস্টার উল্লেখ না করলেও Find X7 Pro ফোনটি Qualcomm-এর ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। সর্বোচ্চ ভ্যারিয়েন্টটি ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ অফার করতে পারে। আর পূর্ববর্তী প্রতিবেদন অনুসারে, Oppo Find X7 Pro ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন