Oppo Find X7 Pro: দুর্ধর্ষ ক্যামেরা মন জিতে নেবে, বিরাট চমক ওপ্পোর আপকামিং ফোনে
যেখানে অন্যান্য ব্র্যান্ডগুলি এখন তাদের Qualcomm Snapdragon 8 Gen 3 বা MediaTek Dimensity 9300-চালিত ফ্ল্যাগশিপ ফোনগুলি...যেখানে অন্যান্য ব্র্যান্ডগুলি এখন তাদের Qualcomm Snapdragon 8 Gen 3 বা MediaTek Dimensity 9300-চালিত ফ্ল্যাগশিপ ফোনগুলি লঞ্চ করছে, সেখানে ওপ্পো সম্প্রতি চীনা বাজারে তাদের সাব-ফ্ল্যাগশিপ স্মার্টফোন - Oppo Reno 11 এবং Reno 11 Pro-এর ওপর থেকে পর্দা সরিয়েছে। যদিও, সাম্প্রতিক সূত্রে জানা গেছে যে, ব্র্যান্ডটি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকেই Oppo Find X7 সিরিজের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলি উন্মোচন করবে। বর্তমানে শোনা যাচ্ছে যে, এই আসন্ন X সিরিজের ডিভাইসগুলি নতুন রিয়ার ডিজাইন অফার করবে। আর এখন সম্ভাব্য Oppo Find X7 Pro-এর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে, যা এর অষ্টভুজাকার ক্যামেরা মডিউলটি প্রদর্শন করেছে। আসুন এই ইমেজ থেকে আপকামিং ফ্ল্যাগশিপটির সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।
প্রকাশ্যে এল Oppo Find X7 Pro-এর লাইভ ইমেজ
চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো-তে ফাঁস হওয়া ছবিটিতে একজন ইউজারকে অভূতপূর্ব অষ্টভুজ আকৃতির ক্যামেরা মডিউল যুক্ত ফোন ব্যবহার করতে দেখা গেছে। এক চীনা টিপস্টার দাবি করেছেন যে, এটি আসন্ন ওপ্পো ফাইন্ড এক্স৭ প্রো-এর ছবি। ছবিটিকে ভালোভাবে দেখলে বোঝা যাবে যে, এতে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে এবং এলইডি ফ্ল্যাশটি ওপরের বাম কোণায় স্থাপন করা হয়েছে।
Oppo Find X7 Pro-এর ক্যামেরা স্পেসিফিকেশন (সম্ভাব্য)
রিপোর্ট অনুযায়ী, Oppo Find X7 Pro-এর রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের LYT-900 প্রাইমারি ক্যামেরা থাকবে, যেটিকে ১-ইঞ্চির Sony IMX989 ক্যামেরা সেন্সরের একটি মডিফায়েড ভার্সন বলে মনে করা হচ্ছে। প্রধান ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং এক জোড়া পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে যুক্ত থাকতে পারে৷
সম্ভবত, Oppo Find X7 Pro-এর পেরিস্কোপ ক্যামেরাগুলির মধ্যে একটি ২.৭x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের সনি IMX890 পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং অপরটি ৬x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX858 পেরিস্কোপ টেলিফটো সেন্সর হতে পারে। যদিও, ডিভাইসটিতে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে, তবে অন্যান্য স্পেসিফিকেশন এখনও অজানাই রয়েছে।
অন্যদিকে, স্ট্যান্ডার্ড Oppo Find X7-এ MediaTek Dimensity 9300 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। ফাইন্ড X7 সিরিজটি আগামী বছরের জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুতে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।