অন্য ব্র্যান্ডদের বুকে কাঁপুনি ধরিয়ে দুর্ধর্ষ স্মার্টফোন আনতে চলেছে Oppo ও Vivo
ওপ্পো (Oppo) এবং ভিভো (Vivo) অক্টোবরে তাদের Find X8 সিরিজ এবং X200 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। উভয় ব্র্যান্ডই এই ডিভাইসগুলিকে গ্লোবাল…
ওপ্পো (Oppo) এবং ভিভো (Vivo) অক্টোবরে তাদের Find X8 সিরিজ এবং X200 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। উভয় ব্র্যান্ডই এই ডিভাইসগুলিকে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করার পরিকল্পনা করছে। এখন শোনা যাচ্ছে যে Oppo Find X8 এবং Vivo X200 লাইনআপ দুটি প্রত্যাশিত সময়ের চেয়ে আগেই বাজারে পা রাখতে পারে। আসুন। এসম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
Oppo Find X8 এবং Vivo X200 সিরিজ প্রত্যাশার চেয়ে আগেই পা রাখবে মার্কেটে
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ভিভো এবং ওপ্পো তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিকে অক্টোবর বা নভেম্বরে আন্তর্জাতিকভাবে প্রকাশ করার লক্ষ্যে রয়েছে। যদি এই টাইমলাইনগুলি সঠিক হয় তবে ডিভাইসগুলি স্বাভাবিকের চেয়ে অনেক আগেই বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করবে।
যদিও, ভিভো এবং ওপ্পোর মতো চীনা ব্র্যান্ডগুলি একযোগে গ্লোবাল লঞ্চ খুব একটা করে না, তবে চীনের বাইরে একটি আঞ্চলিক লঞ্চ অনুরাগীদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হবে। ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায় যে, দুটি ফোনই আন্তর্জাতিক বাজারে সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ উপলব্ধ হবে।
Oppo Find X8 সিরিজের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
Oppo Find X8 ফোনটি MediaTek Dimensity 9400 চিপসেট দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে, যা সম্প্রতি গিকবেঞ্চে অভূতপূর্ব সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর পারফরম্যান্স অর্জন করেছে।
একটি সাম্প্রতিক রিপোর্টে ইঙ্গিত করা হয়েছে যে Oppo Find X8 ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫,৭০০ এমএএইচ ব্যাটারি থাকবে। আর Oppo X8 Pro মডেলে একটু বড় ৫,৮০০ এমএএইচ ব্যাটারি মিলবে, যা ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং অফার করবে। উভয় মডেলই ৮০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে আইপি৬৯ (IP69) রেটিং প্রাপ্ত বডি, অ্যালার্ট স্লাইডার এবং একটি ডেডিকেটেড ক্যামেরা কন্ট্রোল বাটন।
Vivo X200 সিরিজের স্পেসিফিকেশন
ব্র্যান্ড ইতিমধ্যেই Vivo X200 সিরিজের স্মার্টফোনগুলিকে টিজ করা শুরু করেছে। সাম্প্রতিক একটি টিজার ডিসপ্লের মাইক্রো-কোয়াড-কার্ভ ডিজাইন প্রদর্শন করেছে৷ শোনা যাচ্ছে যে Vivo X200 বিভিন্ন রঙে আসবে, যার মধ্যে রয়েছে স্যাফায়ার ব্লু, মুনলাইট হোয়াইট, টাইটানিয়াম এবং মিডনাইট ব্ল্যাক।
এছাড়াও রিপোর্ট অনুযায়ী, Vivo X200 ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX921 প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের Samsung JN1 আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটি MediaTek Dimensity 9400 চিপসেট, সর্বাধিক ১৬ জিবি র্যাম, ১ টিবি স্টোরেজ এবং ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৫,৭০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অরিজিন ওএস ১৫ (OriginOS 15) কাস্টম স্কিনে চলবে বলে আশা করা হচ্ছে।
ওপ্পো (Oppo) এবং ভিভো (Vivo) অক্টোবরে তাদের Find X8 সিরিজ এবং X200 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। উভয় ব্র্যান্ডই এই ডিভাইসগুলিকে গ্লোবাল…