চীনের পর এবার বিশ্বজুড়ে ধামাকা, নভেম্বরে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে Oppo Find X8 সিরিজ
চীনের পর ওপ্পো শীঘ্রই ভারত সহ গ্লোবাল মার্কেটে তাদের Oppo Find X8 সিরিজটি উন্মোচন করবে বলে শোনা যাচ্ছে। এই ফ্ল্যাগশিপ লাইনআপটি আগামী মাসেই বিশ্ববাজারে প্রবেশ করবে বলে দাবি করা হচ্ছে।
ওপ্পো অবশেষে গতকাল (২৪ অক্টোবর) চীনে তাদের বহু প্রতীক্ষিত Oppo Find X8 সিরিজটি লঞ্চ করেছে। এই লাইনআপের অধীনে Oppo Find X8 ও Oppo X8 Pro স্মার্টফোন দুটি আত্মপ্রকাশ করেছে। কোম্পানি নিশ্চিত করেছে যে তারা শীঘ্রই এগুলিকে গ্লোবাল মার্কেট নিয়ে আসবে। এই ঘোষণার পর, ওপ্পো ইতিমধ্যেই ইন্দোনেশিয়ায় ফাইন্ড এক্স৮ সিরিজ টিজ করা শুরু করেছে। টিজারটি প্রকাশ করেছে যে, ফোনটি আগামী মাসে, অর্থাৎ নভেম্বরে বিশ্ববাজারে পা রাখবে। যদিও আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়নি, তবে আশা করা হচ্ছে যে ভারতেও ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজ একই সময়ে বা খুব শীঘ্রই পা রাখতে পারে। আসুন এই হ্যান্ডসেট দুটি কি কি অফার করে, জেনে নেওয়া যাক।
ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজের স্পেসিফিকেশন
ওপ্পো ফাইন্ড এক্স৮ লাইনআপের উভয় মডেলেই উচ্চ-রেজোলিউশনের এলটিপিও ওলেড (LTPO OLED) ডিসপ্লে রয়েছে। ফাইন্ড এক্স৮ ফোনে ৬.৫৯ ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে, যেখানে ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো ৬.৭৮ ইঞ্চির মাইক্রো-কার্ভড স্ক্রিনের সাথে এসেছে। উভয়ই ১ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ডলবি ভিশন সাপোর্ট এবং এইচডিআর কন্টেন্টের জন্য ৪,৫০০ নিটের পিক ব্রাইটনেস অফার করে।
ডিভাইসগুলিতে পারফরম্যান্সের জন্য, ৩ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর দ্বারা চালিত, যা সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত। ভারী অ্যাপ চালানোর সময় বা মাল্টিটাস্কিংয়ের মধ্যে কর্মক্ষমতা বজায় রাখার জন্য লার্জ-এরিয়া ভিসি কুলিং অফার করে ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজ। এই ফোনগুলি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে কালার ওএস ১৫ (ColorOS 15) কাস্টম স্কিনে রান করে। এই সফ্টওয়্যার ভার্সনটি নতুন এবং উন্নত এআই ফিচারগুলির সাথে নতুন ইউজার এক্সপেরিয়েন্সের প্রতিশ্রুতি দেয়।
ক্যামেরার জন্য, ওপ্পো ফাইন্ড এক্স৮ ফোনে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার সেটআপ রয়েছে, যার মধ্যে সনি এলওয়াইটি-৭০০ সেন্সর, একটি আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি ৩x পেরিস্কোপ টেলিফটো লেন্স অবস্থান করছে। অন্যদিকে, ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো একটি ৬x পেরিস্কোপ টেলিফোটো লেন্সও যোগ করে কোয়াড-ক্যামেরা সিস্টেমের সাথে এসেছে। প্রো মডেলটি উন্নত লো-লাইট ক্ষমতার জন্য বড় ১/১.৪ ইঞ্চির সনি এলওয়াইটি-৮০৮ প্রাইমারি সেন্সর রয়েছে। উভয় মডেলেই ১২০x ডিজিটাল জুম, একটি হাইপারটোন ইমেজ ইঞ্জিন এবং হ্যাসেলব্লাড পোর্ট্রেট মোড রয়েছে। এছাড়া, এআই ইরেজ, এআই অ্যান্টি-রিফ্লেকশন এবং এআই ডি-ব্লারের মতো এআই ফিচার হ্যান্ডসেটের ইমেজ প্রসেসিংকে আরও উন্নত করে। পাওয়ার ব্যাকআপের জন্য, ওপ্পো ফাইন্ড এক্স৮ বড় ৫,৬৩০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যেখানে ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো সামান্য বড় ৫,৯১০ এমএএইচ ক্ষমতা অফার করে। উভয়ই ওপ্পোর ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
চীনের পর ওপ্পো শীঘ্রই ভারত সহ গ্লোবাল মার্কেটে তাদের Oppo Find X8 সিরিজটি উন্মোচন করবে বলে শোনা যাচ্ছে। এই ফ্ল্যাগশিপ লাইনআপটি আগামী মাসেই বিশ্ববাজারে প্রবেশ করবে বলে দাবি করা হচ্ছে।