আগামী মাসে বাজারে আসছে Oppo Find X8 সিরিজ। ইতিমধ্যেই এই সিরিজের ক্যামেরা সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে। আজ আবার সংস্থার তরফে Oppo Find X8 ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সামনের ডিজাইন প্রকাশ করা হয়েছে। টিজার অনুযায়ী, এই ডিভাইসের ডিসপ্লের চারপাশে হালকা বেজেল থাকবে। এছাড়া আর কি কি তথ্য সামনে এলো আসুন জেনে নেওয়া যাক।
Oppo Find X8 এর ফ্রন্ট ডিজাইন প্রকাশ্যে এল
ছবি অনুযায়ী, ওপ্পো ফাইন্ড এক্স৮ স্মার্টফোনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। এই পাঞ্চ হোল ডিসপ্লের উপরের দিকে মাঝবরাবর থাকবে। আবার এর লক স্ক্রিনের নীচের দিকে স্ক্রিন ফ্ল্যাশলাইট ও ক্যামেরা ফাংশন বাটন দেখা গেছে। আশা করা যায়, ওপ্পো ফাইন্ড এক্স৮ নতুন কালারওএস ১৫ অপারেটিং সিস্টেম সহ আসবে।
আবার ছবিতে দেখা গেছে, নয়া এই ওপ্পো ফ্ল্যাগশিপ স্মার্টফোনে বর্গাকার ডিজাইন দেখা যাবে। একে দেখতে অনেকটা iPhone 15 এর মতো হবে। তবে আইফোনের মডেলটিতে ডায়নামিক আইল্যান্ড আছে, যদিও ওপ্পো ফাইন্ড এক্স৮ ফোনে এই সুবিধা থাকবে না।
পারফরম্যান্সের কথা বললে, Oppo Find X8 সিরিজের এই বেস মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর ব্যবহার করা হতে পারে। এই প্রসেসর ডিভাইসটিকে যথেষ্ট শক্তি যোগাবে। আর এই স্মার্টফোনে হাই রেজোলিউশন ডিসপ্লে দেওয়া হবে। এতে সনির লেটেস্ট ক্যামেরা সেন্সর সহ টেলিফটো সেন্সর থাকবে।
এছাড়া Oppo Find X8 অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেম সহ আসবে। এতে ১৬ জিবি র্যাম পাওয়া যাবে। আর এর প্রধান ক্যামেরার রেজোলিউশন থাকবে ৫০ মেগাপিক্সেল।