ট্রিপল হ্যাসেলব্ল্যাড ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Oppo Find X8, ফিচার্সে নামী ফোনকে টেক্কা
চীনা স্মার্টফোন কোম্পানিরা অক্টোবর থেকে ডিসেম্বর, বছরের ঠিক এই সময়ে তাদের ফ্ল্যাগশিপ মডেল লঞ্চ করে থাকে। আর চলতি বছরেও...চীনা স্মার্টফোন কোম্পানিরা অক্টোবর থেকে ডিসেম্বর, বছরের ঠিক এই সময়ে তাদের ফ্ল্যাগশিপ মডেল লঞ্চ করে থাকে। আর চলতি বছরেও তার অন্যথা হচ্ছে না। যেমন Xiaomi 15 সিরিজ ও OnePlus 13 আত্মপ্রকাশ করবে এই মাসেই। আর আজ চীনে মুক্তি পেল Oppo Find X8 সিরিজ। এই লাইনআপে দুটি মডেল এসেছে - Find X8 এবং Find X8 Pro। এগুলি MediaTek Dimemsity 9400 চিপসেটের প্রথম ফোন হিসাবে লঞ্চ হয়েছে। এই প্রতিবেদনে Oppo Find X8 মডেলটির দাম সহ খুঁটিনাটি তথ্য রইল।
ওপ্পো ফাইন্ড এক্স৮ স্পেসিফিকেশন ও ফিচার্স
ওপ্পো ফাইন্ড এক্স৮ স্মার্টফোনে ৬.৫৯ ইঞ্চি ফ্ল্যাট অ্যামোলেড এলটিপিও প্রযুক্তির ডিসপ্লে রয়েছে। এটি ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজের উভয় মডেলের সর্বাধিক ব্রাইটনেস ৪,৫০০ নিটস। প্রথমেই বলেছি, ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১ টিবি স্টোরেজের সঙ্গে যুক্ত।
ফাইন্ড এক্স৮ এর ব্যাক প্যানেলে হ্যাসেলব্ল্যাড ব্র্যান্ডিং সহ তিনটি ক্যামেরা রয়েছে। এগুলি হল - একটি ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেল হ্যাসেলব্ল্যাড পোট্রেট ক্যামেরা, এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। সেলফির জন্য, ফোনের সামনে ৩২ মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা উপলব্ধ। ফোনটিতে ৫,৬৩০ এমএএইচ ব্যাটারি থাকছে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
দাম ও লভ্যতা
ওপ্পো ফাইন্ড এক্স৮ চীনে একাধিক স্টোরেজ ভার্সনে লঞ্চ হয়েছে। বেস ১২ জিবি + ২৫৬ জিবি মডেলের দাম ৪,১৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৯,৬১৫ টাকা। আর সবচেয়ে দামি ১৬ জিবি + ১ টিবি স্টোরেজ ভার্সনের মূল্য ৫,৪৯৯ ইউয়ান (৬৪,৯৭৬ টাকা)। খুশির খবর হল, ওপ্পো এই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে। ফলে ভারতেও আসবে এটি।