Oppo Find X8: ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি, বাজারে ঝড় তুলবে ওপ্পোর নতুন স্মার্টফোন
চীনে অক্টোবরে নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করতে চলা ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম হল ওপ্পো (Oppo)। ব্র্যান্ডটি সব-নতুন...চীনে অক্টোবরে নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করতে চলা ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম হল ওপ্পো (Oppo)। ব্র্যান্ডটি সব-নতুন MediaTek Dimensity 9400 চিপ সমন্বিত Oppo Find X8 এবং Oppo Find X8 Pro স্মার্টফোন উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। আর এখন এক সুপরিচিত টিপস্টার Oppo Find X8 ফোনের কিছু গুরুত্বপূর্ণ বিবরণ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। চলুন এগুলি দেখে নেওয়া যাক।
Oppo Find X8 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
আগের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে ওপ্পো ফাইন্ড এক্স8 সিরিজের প্রো ভ্যারিয়েন্টের তুলনায় স্ট্যান্ডার্ড ওপ্পো ফাইন্ড এক্স8 একটি ছোট ডিভাইস হবে। এতে একটি ট্রিপল ক্যামেরা সেটআপও থাকবে বলে আশা করা হচ্ছে, যেখানে প্রো মডেলে ডুয়েল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা যুক্ত একটি কোয়াড-ক্যামেরা সিস্টেম রয়েছে বলে জানা গেছে। এখন টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) প্রকাশ করেছেন যে, ওপ্পো Find X8 আইপি68/আইপি69-রেটেড ধুলো এবং জল-প্রতিরোধী চ্যাসিস থাকবে।
তিনি এও উল্লেখ করেছেন যে ওপ্পো ফাইন্ড এক্স8 সিরিজে ওয়্যারলেস চার্জিংয়ের জন্য সাপোর্ট থাকবে। জানিয়ে রাখি, গত জানুয়ারি মাসে উন্মোচিত বর্তমান প্রজন্মের ওপ্পো ফাইন্ড এক্স7 ফোনে আইপি65 রেটেড চ্যাসিস রয়েছে এবং এটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে না। ডিসিএস তার ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) পোস্টের কমেন্ট সেকশনে যোগ করেছেন যে, ওপ্পো ফাইন্ড এক্স8 মডেলটি ভার্চুয়াল সলিড-স্টেট বাটন এবং একটি ম্যাগনেটিক অ্যাক্সেসরি ইকোসিস্টেমও অফার করবে।
আরও পড়ুন : কম বাজেটে সেরা স্মার্টফোন হাজির, ধামাকা করতে খুব সস্তায় লঞ্চ হল Tecno Spark 30C
ডিসিএস-এর আগের রিপোর্ট অনুসারে, Oppo Find X8 হ্যান্ডসেটে 6.5 ইঞ্চির বা 6.6 ইঞ্চির ফ্ল্যাট ওলেড (OLED) প্যানেল থাকবে। স্ক্রিনটি 1.5কে রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। স্ক্রিনে অপটিক্যাল-টাইপ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হতে পারে।
আরও পড়ুন : ভারতের অফলাইন Apple স্টোরে চলে এল iPhone 16 সিরিজ, দাম সহ কীভাবে অর্ডার করবেন দেখে নিন
Oppo Find X8 হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 3x অপটিক্যাল জুম সহ একটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে। Oppo Find X8 অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক কালার ওএস (ColorOS 15) কাস্টম স্কিনে রান করবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Find X8 মডেলে 80 ওয়াট বা 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,600 এমএএইচ ব্যাটারি থাকতে পারে। ফোনটি ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু - এর মতো শেডগুলিতে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।