ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো হবে বিশ্বের প্রথম ডুয়েল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা স্মার্টফোন, লঞ্চের আগেই বড় ঘোষণা
ওপ্পো আগামী ২৪ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে ফাইন্ড এক্স৮ সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে বেস ও প্রো মডেলের পাশাপাশি...ওপ্পো আগামী ২৪ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে ফাইন্ড এক্স৮ সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে বেস ও প্রো মডেলের পাশাপাশি আল্ট্রা ভ্যারিয়েন্টও বাজারে আসতে পারে। ইতিমধ্যেই এই সিরিজের ফোনগুলি সম্পর্কে নানান তথ্য সামনে এসেছে। আর লঞ্চের সময় যত এগিয়ে আসছে সংস্থার তরফে এদের ফিচারগুলি টিজ করা হচ্ছে। আজ ওপ্পোর এক কর্মকর্তা দাবি করেছেন যে, সিরিজের ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো স্মার্টফোনে প্রথমবার ডুয়েল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে।
এই দুই টেলিফটো ক্যামেরা সেন্সরের কার্যকারিতাও ব্যাখ্যা করেছেন তিনি। তার দাবি, একটি পেরিস্কোপ টেলিফটো সেন্সর দূরের ছবিকে ক্যাপচার করবে। আর অন্যটি ব্যবহার করা হবে পোর্ট্রেট শটের জন্য। আর উভয় সেন্সর তথ্যবহুল ছবি ক্যাপচার করতে ও স্বাভাবিক কালার ধরে রেখে পারবে। এর পাশাপাশি তিনি ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো এর ডুয়েল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থেকে তোলা কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলিতে ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো ও হ্যাসেলব্লাড এর নাম সহ সেন্সরের স্পেসিফিকেশন উল্লেখ আছে।
ওপ্পো ফাইন্ড এক্স৮ এর ক্যামেরা স্পেসিফিকেশন | Oppo Find X8 Pro
উল্লেখ্য, এর আগে জানা গিয়েছিল যে, ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো দুর্দান্ত ক্যামেরা সেটআপ সহ আসবে। এতে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও টেলিফটো ক্যামেরা থাকবে। তবে এখন মনে হচ্ছে প্রাইমারি ও তৃতীয় সেন্সরটি টেলিফটো ক্যামেরা হবে। আর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসরের মাধ্যমে ফোনের ইমেজ প্রসেসিং দ্রুত হবে জানা গেছে।
ওপ্পো ফাইন্ড এক্স৮ এর ফিচার
ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো ফোনে ৬.৭৮ ইঞ্চি মাইক্রো কোয়াড কার্ভড এলটিপিও ওএলইডি ডিসপ্লে দেওয়া হবে, যা ১.৫কে রেজোলিউশন (২৭৬০ x ১২৬৪ পিক্সেল) ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হতে পারে ৫,৯১০ এমএএইচ সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হবে। আর এই স্মার্টফোনে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম ওএসে চলবে।