কালারওএস ১৫ সহ অবশেষে ভারতে লঞ্চ হচ্ছে Oppo Find X8 সিরিজ, লঞ্চের তারিখ ঘোষণা হল

Oppo Find X8 Series ColorOS 15 Launch 21 November - ওপ্পো ইন্ডিয়ার তরফে বলা হয়েছে আগামী ২১ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজ ভারতে লঞ্চ হবে।

Suvrodeep Chakraborty 11 Nov 2024 9:07 PM IST

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে Oppo Find X8 সিরিজ। আগামী ২১ নভেম্বর, ২০২৪ তারিখে এই সিরিজের ফোনগুলি ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে পা রাখবে। এই একই ইভেন্টে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনের উপর থেকে পর্দা সরানো হবে। এর আগে ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজ ও কালারওএস ১৫ চীনে লঞ্চ হয়েছিল। ফলে এদের ফিচার আমাদের জানা। ওপ্পোর এবছরের ফ্ল্যাগশিপ সিরিজে এআই ফিচার সহ ডুয়েল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা উপস্থিত।

Oppo Find X8 সিরিজ ও কালারওএস ১৫ ভারত ও গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে ২১ নভেম্বর

ওপ্পো ইন্ডিয়ার তরফে বলা হয়েছে আগামী ২১ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজ ভারতে লঞ্চ হবে। এরজন্য একটি অনলাইন লঞ্চ ইভেন্টের আয়োজন করা হতে পারে। এই ইভেন্টে কালারওএস ১৫ কাস্টম অপারেটিং সিস্টেমও লঞ্চ করা হবে।

উল্লেখ্য, চীনে ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজের অধীনে দুটি ফোন লঞ্চ হয়েছে - ওপ্পো ফাইন্ড এক্স৮ ও ফাইন্ড এক্স৮ প্রো। এরমধ্যে বেস মডেলে আল্ট্রা ন্যারো বেজেল সহ ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিভাইসটি মাত্র ৭.৮৫মিমি পুরু এবং এর ওজন ১৯৩ গ্রাম। ফটোগ্রাফির জন্য ওপ্পো ফাইন্ড এক্স৮ এর ব্যাক প্যানেলে হ্যাসেলব্ল্যাড ব্র্যান্ডিং সহ তিনটি ক্যামেরা উপস্থিত। এগুলি হল - একটি ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেল হ্যাসেলব্ল্যাড পোট্রেট ক্যামেরা, এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স।

সেলফির জন্য, ফোনের সামনে ৩২ মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা উপলব্ধ। ফোনটিতে ৫,৬৩০ এমএএইচ ব্যাটারি থাকছে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

আবার ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো মডেলে ৬.৭৮ ইঞ্চি কোয়াড কার্ভড ডিসপ্লে আছে। উভয় ফোনের ডিসপ্লে ৪৫০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। ক্যামেরার কথা বললে, ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো হ্যান্ডসেটে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর মধ্যে আছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি ৮০৮ টেলিফটো প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি ৭০০ সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ৬এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো পেরিস্কোপ লেন্স। হ্যাসেলব্লাড মোড ও হাইপারটোন ইমেজ ইঞ্জিন সহ রিয়ার ক্যামেরায় ১২০এক্স জুম সাপোর্ট করবে।

আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬১৫ ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো মডেলে ৫,৯১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং ও ১০ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে।

উভয় ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি মিডিয়াটেকের প্রথম ৩এনএম প্রসেসর। আর ফোন দুটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ অপারেটিং সিস্টেমে চলবে।

Show Full Article
Next Story