অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে স্মার্টফোনের জগতে নতুন অধ্যায় লিখবে Oppo Find X8 সিরিজ
লিথিয়াম আয়নের বিকল্প হিসাবে এখন অত্যাধুনিক রসায়নের ব্যাটারি তৈরিতে মগ্ন স্মার্টফোন কোম্পানিরা। সাম্প্রতিক কালে...লিথিয়াম আয়নের বিকল্প হিসাবে এখন অত্যাধুনিক রসায়নের ব্যাটারি তৈরিতে মগ্ন স্মার্টফোন কোম্পানিরা। সাম্প্রতিক কালে সিলিকন-কার্বন অ্যানোড ব্যাটারি চর্চায়, যাকে গ্লেসিয়ার ব্যাটারি নাম দিয়েছে Oppo ও OnePlus-এর মতো ব্র্যান্ড। ওপ্পোর এক আধিকারিক এখন নিশ্চিত করেছেন, Oppo Find X8 সিরিজে সিলিকন-কার্বন অ্যানোড রসায়নের ব্যাটারি থাকবে।
জানিয়ে রাখি, এই ব্যাটারি টেকনোলজি ট্রাডিশনাল গ্রাফাইট ব্যাটারির তুলনায় বেশি এনার্জি ডেনসিটি অফার করে, যা ইন্ডাস্ট্রি লিডিং 763Wh/L। এর ফলে ছোট জায়গাতে বড় ক্যাপাসিটির ব্যাটারি রাখা যায়। এতে স্মার্টফোন বেশি মোটা হয় না। আবার চার্জ থাকে দীর্ঘক্ষণ।
আরও পড়ুন : ক্যামেরার কামাল দেখাবে Tecno Pova 6 Neo 5G ফোন, AI ফিচার সহ থাকবে 108 মেগাপিক্সেল ক্যামেরা
জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের তরফে দাবি করা হয়েছিল যে, Oppo Find X8, Find X8 Pro, ও Find X7 Ultra যথাক্রমে 5600mah ব্যাটারি, 5,700mah ব্যাটারি, ও 6,100 বা 6,200mah ব্যাটারির সঙ্গে লঞ্চ হবে। যেখানে বর্তমান প্রজন্মের Oppo Find X7 ও Find X7 Ultra অফার করছে 5000mah ব্যাটারি। অর্থাৎ ব্যাটারি ডিপার্টমেন্টে বড় আপগ্রেড আসছে।
আরও পড়ুন : HMD Fusion: সামনে 50 ও পিছনে 108MP ক্যামেরা, মডিউলার ফোন আনল নোকিয়ার দেশের কোম্পানি
উল্লেখ্য, অত্যাধুনিক প্রযুক্তির গ্লেসিয়ার ব্যাটারি সর্বপ্রথম OnePlus Ace 3 Pro-তে ব্যবহার হতে দেখা গিয়েছে। প্রথাগত গ্রাফাইট নির্ভর ব্যাটারির তুলনায় ফোনটির ব্যাটারির এনার্জি ডেনসিটি 23.1 শতাংশ বেশি। এছাড়া, Honor Magic V2 বা V3-এর মত সুপার থিন ফোল্ডেবল ডিভাইসে এই নতুন ব্যাটারি টেকনোলজি রয়েছে।