অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে স্মার্টফোনের জগতে নতুন অধ্যায় লিখবে Oppo Find X8 সিরিজ

লিথিয়াম আয়নের বিকল্প হিসাবে এখন অত্যাধুনিক রসায়নের ব্যাটারি তৈরিতে মগ্ন স্মার্টফোন কোম্পানিরা। সাম্প্রতিক কালে...
techgup 6 Sept 2024 4:36 PM IST

লিথিয়াম আয়নের বিকল্প হিসাবে এখন অত্যাধুনিক রসায়নের ব্যাটারি তৈরিতে মগ্ন স্মার্টফোন কোম্পানিরা। সাম্প্রতিক কালে সিলিকন-কার্বন অ্যানোড ব্যাটারি চর্চায়, যাকে গ্লেসিয়ার ব্যাটারি নাম দিয়েছে Oppo ও OnePlus-এর মতো ব্র্যান্ড। ওপ্পোর এক আধিকারিক এখন নিশ্চিত করেছেন, Oppo Find X8 সিরিজে সিলিকন-কার্বন অ্যানোড রসায়নের ব্যাটারি থাকবে।

জানিয়ে রাখি, এই ব্যাটারি টেকনোলজি ট্রাডিশনাল গ্রাফাইট ব্যাটারির তুলনায় বেশি এনার্জি ডেনসিটি অফার করে, যা ইন্ডাস্ট্রি লিডিং 763Wh/L। এর ফলে ছোট জায়গাতে বড় ক্যাপাসিটির ব্যাটারি রাখা যায়। এতে স্মার্টফোন বেশি মোটা হয় না। আবার চার্জ থাকে দীর্ঘক্ষণ।

আরও পড়ুন : ক্যামেরার কামাল দেখাবে Tecno Pova 6 Neo 5G ফোন, AI ফিচার সহ থাকবে 108 মেগাপিক্সেল ক্যামেরা

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের তরফে দাবি করা হয়েছিল যে, Oppo Find X8, Find X8 Pro, ও Find X7 Ultra যথাক্রমে 5600mah ব্যাটারি, 5,700mah ব্যাটারি, ও 6,100 বা 6,200mah ব্যাটারির সঙ্গে লঞ্চ হবে। যেখানে বর্তমান প্রজন্মের Oppo Find X7 ও Find X7 Ultra অফার করছে 5000mah ব্যাটারি। অর্থাৎ ব্যাটারি ডিপার্টমেন্টে বড় আপগ্রেড আসছে।

আরও পড়ুন : HMD Fusion: সামনে 50 ও পিছনে 108MP ক্যামেরা, মডিউলার ফোন আনল নোকিয়ার দেশের কোম্পানি

উল্লেখ্য, অত্যাধুনিক প্রযুক্তির গ্লেসিয়ার ব্যাটারি সর্বপ্রথম OnePlus Ace 3 Pro-তে ব্যবহার হতে দেখা গিয়েছে। প্রথাগত গ্রাফাইট নির্ভর ব্যাটারির তুলনায় ফোনটির ব্যাটারির এনার্জি ডেনসিটি 23.1 শতাংশ বেশি। এছাড়া, Honor Magic V2 বা V3-এর মত সুপার থিন ফোল্ডেবল ডিভাইসে এই নতুন ব্যাটারি টেকনোলজি রয়েছে।

Show Full Article
Next Story