Oppo Find X8 সিরিজের রেকর্ড বিক্রি, 10 লাখ ডেলিভারি পার, দাম ও ফিচার দেখে নিন

অক্টোবরে Find X8 সিরিজ লঞ্চের পর থেকে আপাতত Oppo এর 10 লাখের বেশি ইউনিট বিক্রি করেছে। সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইতালি, স্পেন এবং মালয়েশিয়াসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারে রেকর্ড পরিমাণ এই সিরিজের ফোনগুলির বিক্রির হয়েছে।

Ankita Mondal 6 Dec 2024 3:35 PM IST

সম্প্রতি চীন ও গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে Oppo Find X8 সিরিজ। এই সিরিজের অধীনে ফাইন্ড X8 এবং ফাইন্ড X8 প্রো ডিভাইস দুটি এসেছে। এই দুটি ফোনই 16 জিবি পর্যন্ত র‌্যাম এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। ওপ্পো-র এই ফোনগুলিতে ডাইমেনসিটি 9400 চিপ রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, ফাইন্ড X8 সিরিজের বিশ্বব্যাপী বিক্রি বেশ ভালো হয়েছে।

অক্টোবরে ফাইন্ড X8 সিরিজ লঞ্চের পর থেকে আপাতত ওপ্পো এর 10 লাখের বেশি ইউনিট বিক্রি করেছে। সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইতালি, স্পেন এবং মালয়েশিয়াসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারে রেকর্ড পরিমাণ এই সিরিজের ফোনগুলির বিক্রির হয়েছে। চলুন ওপ্পো ফাইন্ড X8 সিরিজের দাম ও সকল ফিচার জেনে নেওয়া যাক।

Oppo Find X8 সিরিজের দাম

ওপ্পো ফাইন্ড X8 দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে- 12GB RAM + 256GB এবং 16GB RAM + 512GB। এর প্রারম্ভিক মূল্য 69,999 টাকা। টপ ভ্যারিয়েন্টের দাম 79,999 টাকা। ফাইন্ড X8 প্রো একটি স্টোরেজ বিকল্পে উপলব্ধ - 16GB RAM + 512GB স্টোরেদ। এর দাম 99,999 টাকা।

Oppo Find X8 এর ফিচার ও স্পেসিফিকেশন

ওপ্পো ফাইন্ড X8 ফোনে আছে 6.59 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে এবং ফাইন্ড X8 প্রোতে রয়েছে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। দুটি ফোনই FHD+ হাই রেজোলিউশন ডিসপ্লে অফার করে। এই ডিসপ্লে 4,500 নিট পর্যন্ত সাপোর্ট করে। এগুলিতে IP69 রেটিং রয়েছে। সিকিউরিটির জন্য পাওয়া যাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Oppp Find X8 সিরিজটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 চিপসেট দ্বারা চালিত। এগুলি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক কালারওএস 15 কাস্টম অপারেটিং সিস্টেমে চলে। ব্যাটারির কথা বললে, বেস মডেলে 5,630mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আর প্রো মডেলে রয়েছে 5910mAh ব্যাটারি। এই দুটি ফোনই 80W SuperVOOC ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story