Oppo Find X8 Ultra ফোনে ডুয়েল পেরিস্কোপ লেন্স সহ থাকবে 2K ডিসপ্লে ও মহা শক্তিশালী প্রসেসর
আপকামিং Oppo Find X8 Ultra ফোনে স্ন্যাপড্রাগন 8 Elite প্রসেসর ও সিলিকন ব্যাটারি দেওয়া হবে। পাশাপাশি এতে 2K ডিসপ্লে ও ডুয়েল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে, যা প্রো মডেলেও দেওয়া হয়েছিল। ওপ্পো ফাইন্ড X8 আল্ট্রা লেন্সের জুম ক্ষমতা 30x পর্যন্ত পাওয়া যেতে পারে।
Highlights
• আসন্ন Oppo Find X8 Ultra স্মার্টফোনের কোডনেম হল 'Everest'
• আপকামিং ওপ্পো ফাইন্ড X8 আল্ট্রা ফোনে স্ন্যাপড্রাগন 8 Elite প্রসেসর ও সিলিকন ব্যাটারি দেওয়া হবে।
• পাশাপাশি এতে 2K ডিসপ্লে ও ডুয়েল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে।
Oppo সাম্প্রতি গ্লোবাল মার্কেটে Find X8 সিরিজের দুটি ডিভাইস লঞ্চ করেছে এবং ক্যামেরা পারফরম্যান্সের কারণে ফোন দুটি মানুষের মন জয় করে নিয়েছে। এখন কোম্পানির তরফে এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম Oppo Find X8 Ultra-র উপর কাজ করা হচ্ছে। আগামী বছরের শুরুতে এটি বাজারে আসবে। ইতিমধ্যেই এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন সম্পর্কে বিভিন্ন তথ্য জানা গেছে। আজ আবার টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এর সম্পর্কে নতুন তথ্য শেয়ার করেছে।
Oppo Find X8 Ultra ফোনে থাকবে Snapdragon 8 Elite প্রসেসর
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার একটি উইবো পোস্টে দাবি করেছেন যে, আসন্ন ওপ্পো ফাইন্ড X8 আল্ট্রা স্মার্টফোনের কোডনেম হল 'Everest' এবং এটি চীনের 2025 লুনার নিউ ইয়ারের পর লঞ্চ হবে। উল্লেখ্য, আগামী বছরের লুনার নিউ ইয়ার পড়েছে 29 জানুয়ারি। সেক্ষেত্রে ফেব্রুয়ারি বা মার্চে এই ডিভাইসটির আগমন ঘটবে।
পাশাপাশি টিপস্টার ওপ্পো ফাইন্ড X8 আল্ট্রা মডেলের প্রোটোটাইপের ছবি প্রকাশ করেছেন এবং তিনি এর কয়েকটি স্পেসিফিকেশন জানিয়েছেন। যেখান থেকে স্পষ্ট যে এটা Oppo Find X8 সিরিজের অন্য দুটি ফোনের তুলনায় আরও প্রিমিয়াম হবে।
তিনি বলেছেন, আপকামিং ওপ্পো ফাইন্ড X8 আল্ট্রা ফোনে স্ন্যাপড্রাগন 8 Elite প্রসেসর ও সিলিকন ব্যাটারি দেওয়া হবে। পাশাপাশি এতে 2K ডিসপ্লে ও ডুয়েল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে, যা প্রো মডেলেও দেওয়া হয়েছিল। এই লেন্সের জুম ক্ষমতা 30x পর্যন্ত পাওয়া যেতে পারে। যেখানে সাধারণ পেরিস্কোপ লেন্স 3x বা 6x জুম ক্ষমতা অফার করে।
এর আগে একটি রিপোর্টে বলা হয়েছিল যে, Oppo Find X8 Ultra স্মার্টফোনে কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে 50 মেগাপিক্সেল সনি LYT900 প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল সনি IMX882 আল্ট্রা ওয়াইড লেন্স এবং দুটি পেরিস্কোপ লেন্স - 50 মেগাপিক্সেল সনি LYT701 সেন্সর ও 50 মেগাপিক্সেল সনি IMX882 সেন্সর। এতে 6.82 ইঞ্চি বিইও X2 এলটিপিও OLED ডিসপ্লে থাকবে।
আপকামিং Oppo Find X8 Ultra ফোনে স্ন্যাপড্রাগন 8 Elite প্রসেসর ও সিলিকন ব্যাটারি দেওয়া হবে। পাশাপাশি এতে 2K ডিসপ্লে ও ডুয়েল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে, যা প্রো মডেলেও দেওয়া হয়েছিল। ওপ্পো ফাইন্ড X8 আল্ট্রা লেন্সের জুম ক্ষমতা 30x পর্যন্ত পাওয়া যেতে পারে।