Oppo Find X8 Ultra

DSLR ক্যামেরাকেও মাত দেবে ওপ্পোর নয়া স্মার্টফোন, বিশেষত্ব জানলে চমকে যাবেন

Oppo Find X8 Ultra - ওপ্পো ফাইন্ড এক্স ৮ আল্ট্রা মডেলে নতুন ২কে ওলেড (OLED) প্যানেল থাকবে।

Ananya Sarkar 29 Oct 2024 11:33 AM IST

সম্প্রতি ওপ্পো চীনা বাজারে Oppo Find X8 সিরিজ প্রকাশ করেছে, যার মধ্যে স্ট্যান্ডার্ড Oppo Find X8 এবং Oppo Find X8 Pro সংস্করণ রয়েছে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপ এই মডেলগুলিকে শক্তি দেয়৷ সাম্প্রতিক রিপোর্টগুলি প্রকাশ করেছে যে এই লাইনআপে একটি আল্ট্রা মডেলও অন্তর্ভুক্ত থাকবে, যা সম্ভবত আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে আত্মপ্রকাশ করবে৷ স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলের বিপরীতে Oppo Find X8 Ultra মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে৷ আর এখন লঞ্চের আগে, এক সুপরিচিত টিপস্টার আল্ট্রা ভ্যারিয়েন্টের ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস করেছেন। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রা ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনকে তার সাম্প্রতিক ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) পোস্টে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট (এসএম৮৭৫০) প্রসেসর দ্বারা চালিত একটি আসন্ন ফোনের কথা বলতে দেখা গেছে, যেটিতে ডুয়েল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে৷ এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে তিনি আপকামিং ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রার বিষয়ে উল্লেখ করেছেন। টিপস্টার প্রকাশ করেছেন যে, ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রার বর্তমান প্রোটোটাইপে এক ইঞ্চির প্রাইমারি ক্যামেরা এবং ডুয়েল পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে।

ফোনটি ৫০ মেগাপিক্সেলের লার্জ সেন্সর প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৩x অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং ৬x অপটিক্যাল জুম যুক্ত ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স সহ আপগ্রেড করা ক্যামেরা সেন্সরের সাথে আসবে। তবে এতে আগের প্রজন্মের মতো একই লেন্সের ধরন বজায় রাখা হবে। ডিজিটাল চ্যাট স্টেশন ফাইন্ড এক্স ৮ আল্ট্রার টেলিফটো ক্যামেরাগুলির একটির ফোকাল দৈর্ঘ্যে সামান্য পরিবর্তন হবে বলেও জানিয়েছেন। এছাড়া, তিনি বলেছেন যে ডিভাইসটি ১০x হাইব্রিড জুম সাপোর্ট করবে।

এদিকে, আরেক চীনা টিপস্টার দাবি করেছেন যে একটি রহস্যময় মডেল আগামী বছর ওপ্পো ফাইন্ড এক্স ৮ আল্ট্রার সাথে বাজারে পা রাখবে। মনে করা হচ্ছে কোম্পানি ব্যবহারকারীদের এই হ্যান্ডসেটের বিভিন্ন বিকল্প অফার করতে পারে। তবে, এই মুহূর্তে অপর ডিভাইসটির সম্পর্কে কোনও তথ্য উপলব্ধ নেই। একই সূত্র আগে দাবি করেছিল যে, ওপ্পো ফাইন্ড এক্স ৮ আল্ট্রা মডেলে নতুন ২কে ওলেড (OLED) প্যানেল থাকবে। এই পোস্টে উল্লিখিত তথ্য ছাড়া, আল্ট্রা মডেলের সম্পর্কে আর কিছুই জানা যায়নি। তবে শোনা যাচ্ছে যে, ওপ্পো আসন্ন ওপ্পো ফাইন্ড এন৫ ফোল্ডেবল ফোনের ওপরও কাজ করছে। খুব সম্ভবত, এটি বিশ্বের প্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট-চালিত ফোল্ডেবল ফোন হিসাবে আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে চীনে লঞ্চ হবে।

Show Full Article
Next Story