Oppo Find X8 vs iPhone 16 Pro: আইফোনের থেকেও সরু বেজেল সহ আসছে ওপ্পোর নতুন স্মার্টফোন

আগামীমাসে বাজারে আসবে Oppo Find X8 সিরিজ। এদিকে চলতি মাসের ৯ তারিখ লঞ্চ হয়েছে Apple iPhone 16 সিরিজ। তবে বাজারে পা রাখার আগেই Oppo Find…

Latest News Related To Oppo Find X8 Vs Iphone 16 Pro Display Bezel Comparison In Bengali On Tech Gup. Explore Oppo Find X8 Vs Iphone 16 Pro Display Bezel Comparison Image News, Photos In Bengali In Tech Gup

আগামীমাসে বাজারে আসবে Oppo Find X8 সিরিজ। এদিকে চলতি মাসের ৯ তারিখ লঞ্চ হয়েছে Apple iPhone 16 সিরিজ। তবে বাজারে পা রাখার আগেই Oppo Find X8 ও iPhone 16 Pro ফোনের ফ্রন্ট প্যানেলের পার্থক্য সামনে আনল ওপ্পোর প্রোডাক্ট চিফ অফিসার। তার শেয়ার করা ছবি অনুযায়ী, Oppo Find X8 এর ডিসপ্লের নীচের দিকের বেজেল iPhone 16 Pro এর মতো সরু হবে।

Oppo Find X8 vs iPhone 16 Pro ফ্রন্ট প্যানেলের ডিজাইন পার্থক্য প্রকাশ্যে এল

ওপ্পোর প্রোডাক্ট চিফ অফিসারের শেয়ার করা ছবি নিজের উইবো অ্যাকাউন্টে পোস্ট করে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন লিখেছেন, আসন্ন Oppo Find X8 ফোনের ডিসপ্লের চারপাশে সরু বেজেল থাকবে। তার আরও দাবি Find X8 ফোনের বেজেল iPhone 16 Pro এর থেকেও আরও সরু হবে। ওপ্পোর ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বেজেলের সাইজ হবে ১.৪৫মিমি।

Oppo Find X8 Vs Iphone 16 Pro Display Bezel Comparison

রিপোর্ট অনুযায়ী, ওপ্পো ফাইন্ড এক্স৮ ফোনে ১.৫কে ফ্লাট ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লের উপরের দিকে মাঝবরাবর পাঞ্চ হোল ডিজাইন দেখা যাবে। এর ডিসপ্লে সাইজ হবে ৬.৫ ইঞ্চি। আবার ডিভাইসটির ব্যাক প্যানেলে গোলাকার ক্যামেরা মডিউল দেখা যাবে। আর আইফোন ১৬ প্রো এর মতো ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজে ক্যামেরা কন্ট্রোল বাটন থাকবে।

আবার ওপ্পোর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিন ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর দেওয়া হবে। এটি ১৬ জিবি LPDDR5X র‌্যাম ও ১ টিবি UFS 4.0 স্টোরেজ সহ আসবে। আবার এই ডিভাইসে ৫,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Oppo Find X8 ফোনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আর এর পিছনে দেখা যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হতে‌ পারে ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ৩এক্স জুম সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স।

জানিয়ে রাখি, আগামী ১৭ অক্টোবর চীনে Oppo Developer Conference এর আয়োজন করা হয়েছে। এই ইভেন্টে ColorOS 15 এর উপর থেকে পর্দা সরানো হবে। এরপর ২১ অক্টোবর Oppo Find X8 সিরিজ লঞ্চ করা হবে। এই ইভেন্টে Oppo Find X8, Find X8 Pro, Find X8 Pro Satelite Communication Version, Oppo Pad 3 Pro, Enco X3 TWS ইয়ারবাড, Oppo Watch X এর নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করা হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন