বেশ কিছু সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে ওপ্পোর আসন্ন ফাইন্ড এক্স৮ লাইনআপে তিনটি মডেল থাকবে – Oppo Find X8, Oppo Find X8 Pro এবং Oppo Find X8 Ultra। এর মধ্যে ‘Ultra’ ভ্যারিয়েন্টে Qualcomm Snapdragon 8 Gen 4 প্রসেসরটি ব্যবহৃত বলে আশা করা হচ্ছে। এটি আগামী বছরে জানুয়ারিতে আত্মপ্রকাশ করতে পারে। তবে Oppo Find X8 এবং Oppo Find X8 Pro অক্টোবরে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে লঞ্চের আগেই এখন এক সুপরিচিত টিপস্টার এগুলির সম্পর্কে কিছু তথ্য শেয়ার করেছেন।
Oppo Find X8 এবং Oppo X8 Pro ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে দাবি করেছেন যে, ওপ্পো ফাইন্ড এক্স৮ এবং ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো ফোনের ডিসপ্লেগুলি ১.৫কে রেজোলিউশন সাপোর্ট করবে এবং উভয় মডেলই ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট দ্বারা চালিত হবে। উল্লেখযোগ্যভাবে, ভিভো এক্স ২০০ সিরিজেও একই চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। মনে করা হচ্ছে যে এক্স২০০ সিরিজটি বিশ্বের প্রথম ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর দ্বারা চালিত ফোন হিসাবে আত্মপ্রকাশ করবে, ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজটি তার কিছু পরেই বাজারে আসবে।
দুটি স্মার্টফোনেই পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। তবে, ডিজিটাল চ্যাট স্টেশনের আগের একটি ওয়েইবো পোস্ট অনুসারে, Oppo Find X8 Pro মডেলে ডুয়েল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সহ কোয়াড-ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে।
উভয় ডিভাইসই একটি সিলিকন-ভিত্তিক বড় ব্যাটারির সাথে আসবে। ইতিমধ্যেই জানা গেছে যে ওপ্পো ফাইন্ড এক্স৮ হ্যান্ডসেটটি ৫,৬০০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হবে, যেখানে Oppo Find X8 Pro ফোনে একটি সামান্য বড় ৫,৭০০ এমএএইচ ব্যাটারি থাকবে৷ যদিও টিপস্টার উল্লেখ করেননি, তবে সিরিজটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৫ এবং কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলবে।
এছাড়াও জানা গেছে যে, Oppo Find X8 এবং Find X8 Pro হ্যান্ডসেটে গ্লাস বডি থাকবে। দুটি ফোনই ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং পিঙ্ক – এর মতো শেডগুলিতে আসবে। তবে, প্রো মডেলটি পিঙ্ক কালার অপশনে পাওয়া যাবে না। অন্যদিকে, Oppo Find X8 Ultra মডেলটিতে ২কে ডিসপ্লে, বিশাল ৬,০০০ এমএএইচ/ ৬,২০০ এমএএইচ ব্যাটারি এবং স্যাটেলাইট সংযোগের জন্য সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে।