অ্যান্ড্রয়েড ফোনে প্রথমবার, Oppo Find X8 ও Xiaomi 15 আসছে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির সাথে

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বহুদিন ধরেই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করলেও, এতে আইফোনের মতো কোনো ম্যাগনেট থাকে না। তাই ওয়্যারলেস পদ্ধতিতে চার্জ দিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন অ্যান্ড্রয়েড…

Oppo Find X8 Xiaomi 15 Series To Support Magnetic Wireless Charging Tech

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বহুদিন ধরেই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করলেও, এতে আইফোনের মতো কোনো ম্যাগনেট থাকে না। তাই ওয়্যারলেস পদ্ধতিতে চার্জ দিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা। তবে এবার এই সমস্যার সমাধান আনছে Xiaomi ও Oppo। জানা গেছে আসন্ন Oppo Find X8 সিরিজ ও Xiaomi 15 সিরিজে ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি থাকবে।

Oppo Find X8 ও Xiaomi 15 সিরিজে থাকবে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন একটি উইবো পোস্ট দাবি করেছেন যে, Oppo একটি ম্যাগনেটিক পাওয়ার ব্যাঙ্কের উপর কাজ করছে। এই পাওয়ার ব্যাঙ্ক Oppo Find X8 সিরিজে সাপোর্ট করবে। এই পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে অ্যাপলের ম্যাগসেফের মতো চার্জিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। টিপস্টার এই পাওয়ার ব্যাঙ্কের একটি ছবিও শেয়ার করেছেন।

এছাড়া টিপস্টার আরও বলেছেন যে, Xiaomi একটি ৩০ ওয়াট আল্ট্রা থিন ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার ডেভেলপ করছে। ইতিমধ্যেই Xiaomi 30W Magnetic ওয়্যারলেস চার্জার চীনের 3C সার্টিফিকেশন থেকে ছাড়পত্র পেয়েছে।

আরও পড়ুন : ক্যামেরায় মুগ্ধ করবে Vivo X200, লঞ্চের আগেই মুন মোডের ছবি প্রকাশ করল ভিভো

এই চার্জারের মডেল নম্বর MDY-17-EY। এই চার্জার ৬৫ ওয়াট ইনপুট ও ৩০ ওয়াট ওয়্যারলেস আউটপুট দেবে। আর এই চার্জার আসন্ন Xiaomi 15 সিরিজে সাপোর্ট করবে। এটি তিনটি মডেলে পাওয়া যাবে – হ্যাঙ্গিং হোল মডেল, সাধারণ ম্যাগনেটিক মডেল ও ভার্টিক্যাল ডিজাইনের ম্যাগনেটিক মডেল। যাদের দাম থাকবে সর্বোচ্চ ৩,০০০ টাকা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন