Oppo K10 Vitality Edition দুর্দান্ত ক্যামেরা ও Snapdragon 778G প্রসেসরের সাথে লঞ্চ হল
চীনের বাজারে ওপ্পো লঞ্চ করেছে নতুন Oppo K10 Vitality Edition হ্যান্ডসেটটি। এটি গত এপ্রিল মাসে লঞ্চ হওয়া Oppo K10 5G এবং...চীনের বাজারে ওপ্পো লঞ্চ করেছে নতুন Oppo K10 Vitality Edition হ্যান্ডসেটটি। এটি গত এপ্রিল মাসে লঞ্চ হওয়া Oppo K10 5G এবং K10 Pro 5G মডেল দুটির পর K10 সিরিজের তৃতীয় ডিভাইস হিসেবে আত্মপ্রকাশ করেছে৷ K10 এবং K10 Pro-এর চীনা ভ্যারিয়েন্টগুলি যথাক্রমে MediaTek Dimensity 8000 এবং Dimensity 8100 চিপসেট দ্বারা চালিত৷ আর K10 Vitality Edition-এ ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 778G প্রসেসরটি। এছাড়াও এই ফোনে রয়েছে আইপিএস এলসিডি ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ১২ জিবি র্যাম এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। চলুন এই নয়া ওপ্পো ফোনটির দাম ও সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।
ওপ্পো কে১০ ভাইটালিটি এডিশন-এর দাম এবং লভ্যতা (Oppo K10 Vitality Edition Price and Availability)
চীনের বাজারে ওপ্পো কে১০ ভাইটালিটি এডিশন শুধুমাত্র ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। এই ডিভাইসটির দাম রাখা হয়েছে ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৬,০০০ টাকা)। হ্যান্ডসেটটি ব্ল্যাক এবং ব্লু-এই দুই কালার অপশনে বেছে নেওয়া যাবে।
ওপ্পো কে১০ ভাইটালিটি এডিশন-এর স্পেসিফিকেশন এবং ফিচার (Oppo K10 Vitality Edition Specifications and Features)
ওপ্পো কে১০ ভাইটালিটি এডিশনে ৬.৫৯ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ১,০৮০ x ২,৪১২ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ডিসিআই-পি৩ কালার গ্যামট অফার করে৷ এই ডিসপ্লের ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ যুক্ত রয়েছে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ সম্প্রসারণ করাও সম্ভব। ওপ্পো কে১০ ভাইটালিটি এডিশন অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, K10 Vitality Edition-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। নিরাপত্তার জন্য, এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।
সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo K10 Vitality Edition শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ এছাড়াও, এই ওপ্পো হ্যান্ডসেটের কানেক্টিভিটি অপশনে অন্তর্ভুক্ত রয়েছে ডুয়েল সিম সাপোর্ট, ৫জি সংযোগ, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.২, জিপিএস, এনএফসি, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক।