Oppo K11 দারুণ ক্যামেরা নিয়ে আসছে, নজর কাড়বে 120hz রিফ্রেশ রেট ও 80W চার্জিং

ওপ্পো তাদের K11-সিরিজের অধীনে সম্প্রতি Oppo K11x স্মার্টফোনটি লঞ্চ করেছে। বর্তমানে, ব্র্যান্ডটি এই লাইনআপের স্ট্যান্ডার্ড Oppo K11 মডেলটির ওপর কাজ করছে বলে জানা গেছে। যদিও,…

ওপ্পো তাদের K11-সিরিজের অধীনে সম্প্রতি Oppo K11x স্মার্টফোনটি লঞ্চ করেছে। বর্তমানে, ব্র্যান্ডটি এই লাইনআপের স্ট্যান্ডার্ড Oppo K11 মডেলটির ওপর কাজ করছে বলে জানা গেছে। যদিও, এই ফোনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবে এক ন টিপস্টারের সৌজন্যে আসন্ন ওপ্পো হ্যান্ডসেটটির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। পাশাপাশি, Oppo K11-এর ডিজাইনটি সম্পর্কেও ধারণা পাওয়া গিয়েছে। তাহলে আপকামিং Oppo K-সিরিজের ফোনটি লঞ্চের পর কি কি অফার করতে পারে, জেনে নেওয়া যাক।

Oppo K11-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশনের দাবি, ওপ্পো কে১১-এ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফাঁস হওয়া ছবিটি কেন্দ্রীয়ভাবে অবস্থিত পাঞ্চ-হোল কাটআউট সহ একটি ফ্ল্যাট ডিসপ্লে ডিজাইন প্রদর্শন করেছে। ওপ্পো কে১১ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৮২জি চিপসেট দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এছাড়া, ওপ্পো কে১১-এর অন্যতম হাইলাইট হবে এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হিসাবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ সেন্সর উপস্থিত থাকবে। এটি উন্নত ফটোগ্রাফি ক্ষমতা এবং উন্নত ইমেজ স্ট্যাবিলাইজেশন অফার করতে সক্ষম হবে। যদিও, ওপ্পো কে১১-এর র‍্যাম, স্টোরেজ কনফিগারেশন এবং ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে নির্দিষ্ট বিবরণ এখনও প্রকাশ করা হয়নি। তবে টিপস্টার ইঙ্গিত করেছেন যে, ওপ্পো কে১১ সম্ভবত গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলা একটি ওয়ানপ্লাস ফোনের রিব্র্যান্ডেড সংস্করণ হবে। ওপ্পো এবং ওয়ানপ্লাস – উভয়ই বিবিকে ইলেকট্রনিক্স গ্রুপ (BBK Electronics Group)-অধীনস্থ ব্র্যান্ড।

ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলি দেখে অনুমান করা হচ্ছে যে Oppo K11 ফোনটি OnePlus Nord CE 3-এর একটি ভ্যারিয়েন্ট বা পরিবর্তিত সংস্করণ হতে পারে, যা ভারত ও বিশ্বের অন্যান্য বাজারে আগামী ৫ জুলাই আত্মপ্রকাশ করতে চলেছে। এই তথ্যটি সঠিক হলে, Oppo K11-এ ১২ জিবি পর্যন্ত র‍্যাম, সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ এবং সেলফি তোলার জন্য একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে।