Oppo K12 Plus: ক্যামেরার পর এবার ব্যাটারিতে টেক্কা, ওপ্পোর নতুন ফোনে থাকবে 6400mAh লং লাস্টিং ব্যাটারি

Oppo তাদের K সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Oppo K12 Plus লঞ্চ করতে চলেছে। যদিও শোনা যাচ্ছিল সংস্থাটি K13 সিরিজের উপর কাজ শুরু করেছে। তবে টিপস্টার…

Oppo K12 Plus To Come With 6400Mah Battery And Snapdragon 7 Series Chip Launch Soon

Oppo তাদের K সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Oppo K12 Plus লঞ্চ করতে চলেছে। যদিও শোনা যাচ্ছিল সংস্থাটি K13 সিরিজের উপর কাজ শুরু করেছে। তবে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, শীঘ্রই K12 সিরিজের প্লাস মডেল বাজারে আসবে। আর এই স্মার্টফোনে থাকবে ৬,৪০০ এমএএইচ ব্যাটারি ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ সিরিজের প্রসেসর।

Oppo K12 Plus এর স্পেসিফিকেশন ও ফিচার ফাঁস

টিপস্টার দাবি করেছেন, ওপ্পো কে১২ প্লাস ফোনের ডিজাইন ওপ্পো কে১২ মডেলের মতো হবে। অর্থাৎ এতে ফ্লাট ডিসপ্লে ও উলম্ব ব্যাক প্যানেল ক্যামেরা দেখা যাবে। আর ডিভাইসটি সেলেডন মার্বেল ও ডার্ক ক্রোম শেড সহ আসতে পারে। এছাড়া টিপস্টার জানিয়েছেন, ওপ্পো কে১২ প্লাস ফোন হোয়াইট কালার অপশনেও পাওয়া যাবে।

সম্প্রতি Geekbench বেঞ্চমার্ক সাইটেও উপস্থিত হয়েছে ওপ্পো কে১২ প্লাস। এখানে PKS110 মডেল নম্বর সহ ফোনটি অন্তর্ভুক্ত হয়েছে। গিকবেঞ্চ থেকে জানা গেছে, এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর, ১২ জিবি র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম থাকবে।‌ বেঞ্চমার্ক সাইটে ডিভাইসটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৭৪৪ ও ২৫৭৩ স্কোর করেছে।

এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, Oppo K12 Plus স্মার্টফোনে ৬,৪০০ এমএএইচ ব্যাটারি থাকবে। ডিভাইসটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। আর ফটোগ্রাফির জন্য থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। আবার এতে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন