Oppo K12X 5G নতুন ফেদার পিঙ্ক কালারের সাথে ভারতে লঞ্চ হল, হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না
প্রত্যাশা মতোই আজ লঞ্চ হল Oppo K12x 5G ফোনের নতুন কালার ভ্যারিয়েন্ট। এবার থেকে ডিভাইসটি ফেদার পিঙ্ক কালারে পাওয়া যাবে।...প্রত্যাশা মতোই আজ লঞ্চ হল Oppo K12x 5G ফোনের নতুন কালার ভ্যারিয়েন্ট। এবার থেকে ডিভাইসটি ফেদার পিঙ্ক কালারে পাওয়া যাবে। স্মার্টফোনটি এতদিন ব্রিজ ব্লু এবং মিডনাইট ভায়োলেট কালারে উপলব্ধ ছিল। আসন্ন Flipkart Big Billion Days সেলে Oppo K12x 5G নতুন কালার ভ্যারিয়েন্ট সহ পাওয়া যাবে। জানিয়ে রাখি, ফোনটি MIL-STD-810H সার্টিফিকেশনের সাথে এসেছে, ফলে পড়ে গেলে নষ্ট হবার সম্ভাবনা নেই। এছাড়া রয়েছে IP54 জল প্রতিরোধী রেটিং।
Oppo K12x 5G এর নতুন কালার ভ্যারিয়েন্টের দাম এবং অফার
ওপ্পো কে১২এক্স ৫জি এর ফেদার পিঙ্ক কালার ভ্যারিয়েন্টের দাম আগের মডেলগুলির মতোই রাখা হয়েছে। এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১২,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল চলাকালীন এটি ১০,৯৯৯ টাকায় কেনা যাবে। জানিয়ে রাখি, এই সেল আগামী ২৭ সেপ্টেম্বর থেকে সবার জন্য শুরু হবে।
Oppo K12x 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ওপ্পো কে১২এক্স ৫জি এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে দেখা যাবে, এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আরও পড়ুন: Sony-র নতুন ক্যামেরা নিয়ে বাজার মাতাতে আসছে OnePlus Ace 5 এবং Ace 5 Pro
পারফরম্যান্সের জন্য Oppo K12x 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। আর এটি কালারওএস ১৪ কাস্টম স্কিনে চলবে। ক্যামেরার কথা বললে, ডিভাইসটির পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৩২ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এর সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।