পুজোর মুখেই নতুন রুপে হাজির হচ্ছে Oppo K12x 5G, দাম শুরু ১২,৯৯৯ টাকা থেকে

Oppo সম্প্রতি ভারতে Oppo K12x 5G লঞ্চ করেছিল। এটি মিলিটারি গ্রেড সুরক্ষা সহ বাজারে এসেছিল। আজ Oppo-র তরফে জানানো হয়েছে...
techgup 16 Sept 2024 8:08 PM IST

Oppo সম্প্রতি ভারতে Oppo K12x 5G লঞ্চ করেছিল। এটি মিলিটারি গ্রেড সুরক্ষা সহ বাজারে এসেছিল। আজ Oppo-র তরফে জানানো হয়েছে যে আগামী ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ফোনটির একটি নতুন কালার ভ্যারিয়েন্টে এদেশে আনা হবে। এর আগে ডিভাইসটি দুটি কালারে এসেছিল।‌ ফলে Oppo K12x 5G এবার থেকে মোট তিনটি কালারে পাওয়া যাবে।

Oppo K12x 5G ভারতে নতুন ফেদার পিঙ্ক কালারে পাওয়া যাবে

ওপ্পোর তরফে বলা হয়েছে যে, ওপ্পো কে১২এক্স নতুন ফেদার পিঙ্ক কালারে লঞ্চ হবে। এর আগে ফোনটি ব্রিজ ব্লু এবং মিডনাইট ভায়োলেট কালারে এসেছিল। নতুন রঙে ফ্লিপকার্ট এবং ওপ্পো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি কেনা যাবে।

https://twitter.com/OPPOIndia/status/1835629051702063480

Oppo K12x 5G এর দাম

ওপ্পো কে১২এক্স ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি মডেলের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি মডেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫,৯৯৯ টাকা। এখন নতুন কালার ভ্যারিয়েন্টের দাম বাড়ানো হবে নাকি একই থাকবে তা সংস্থার তরফে নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন: আকাশ ছোঁয়ার স্বপ্ন সত্যি করবে HMD Skyline স্মার্টফোন, দুর্দান্ত ফিচার সহ ভারতে লঞ্চ হচ্ছে

Oppo K12x 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

Oppo K12x 5G ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ক্যামেরার কথা বললে, এর পিছনে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা পাওয়া যাবে।

আর সামনে আছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Oppo K12x 5G এর পরিমাপ মাত্র ৭.৬৮ মিমি। এই ওপ্পো স্মার্টফোনের ফ্রেমে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story