Oppo Pad Air আজ চীনে লঞ্চ হল। এটি Oppo Pad এর উত্তরসূরী হিসেবে এসেছে। নতুন এই ট্যাবলেটে পাওয়া যাবে ১০.৩৬ ইঞ্চি এলসিডি প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। আবার এতে আছে ৭১০০ এমএএইচ ব্যাটারি ও ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। জানিয়ে রাখি Oppo Pad Air আজ Oppo Reno 8 সিরিজের সাথে লঞ্চ হয়েছে। আসুন এই নতুন ট্যাবলেটের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Oppo Pad Air এর দাম ও লভ্যতা
ওপ্পো প্যাড এয়ার তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১২৯৯ ইউয়ান (প্রায় ১৫,১৫০ টাকা)। আবার এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,৫০০ টাকা) ও ১৬৯৯ ইউয়ান (প্রায় ১৯,৮০০ টাকা)। ওপ্পো প্যাড এয়ার দুটি কালারে এসেছে – ফগ গ্রে ও স্টার সিলভার। আগামী ৩১ মে থেকে এটির সেল শুরু হবে। চীনের বাইরে ট্যাবটি কবে লঞ্চ হবে তা এখনো জানা যায়নি।
Oppo Pad Air এর স্পেসিফিকেশন ও ফিচার
ওপ্পো প্যাড এয়ার এর ডিসপ্লের চারপাশে হালকা বেজেল উপস্থিত। এতে আছে ১০.৩৬ ইঞ্চি ২কে (২০০০ x ১২০০ পিক্সেল) এলসিডি প্যানেল, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ৮৩.৫ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও অফার করে আবার এই প্যানেলে ১০ বিট কালার সাপোর্ট করে। ওপ্পো প্যাড এয়ার ট্যাবলেটে অ্যাড্রনো ৬১০ জিপিইউ সহ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৬ জিবি পর্যন্ত র্যাম (LPDDR4x) ও ১২৮ জিবি স্টোরেজ (UFS 2.2) সহ পাওয়া যাবে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য Oppo Pad Air এর পিছনে এফ/২.০ অ্যাপারচার, ৮০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ, অটোফোকাস সহ আছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আবার সামনে এফ/২.২ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। রিয়ার ক্যামেরায় ৩০ এফপিএস-এ ১০৮০পি ভিডিও রেকর্ড করা যাবে। আবার এই ক্যামেরা পোট্রেট, প্যানোরমা ও টাইম ল্যাপস ফটোগ্রাফি অফার করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Pad Air এসেছে ৭,১০০ এমএএইচ ব্যাটারির সাথে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১২ বেসড কালারওএস কাস্টম স্কিনে রান করবে। এই ট্যাবে পাওয়া যাবে ডলবি অ্যাটমস টিউনড কোয়াড স্পিকার সেটআপ। কানেক্টিভিটির জন্য এতে উপস্থিত ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট।