ভারতে Oppo ফোনে চলে এল অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ColorOS 15 আপডেট, কোন কোন ডিভাইস কখন পাবে
Oppo স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। ব্র্যান্ডের একাধিক ফোন অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ColorOS 15 নতুন আপডেট পেতে...Oppo স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। ব্র্যান্ডের একাধিক ফোন অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ColorOS 15 নতুন আপডেট পেতে চলেছে। অক্টোবরে চীনে এই কাস্টম এই অপারেটিং সিস্টেম লঞ্চ করা হয়েছিল। এরপর গত মাসে আন্তর্জাতিক বাজারে এর উপর থেকে পর্দা সরানো হয়। Oppo এখন ভারতে আপডেটটি রোল আউট করার জন্য একটি রোডম্যাপ ঘোষণা করেছে। কোম্পানির মতে Oppo Find N3 ও Oppo Find N3 Flip ভারতে নতুন আপডেট পাওয়া প্রথম স্মার্টফোন হয়ে উঠেছে। অর্থাৎ এই দুই ডিভাইস ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ColorOS 15 আপডেট পেয়েছে। নয়া কাস্টম ওএসে এআই ফিচারের আধিক্য, উন্নত ভিজ্যুয়াল টেক্সচার, নতুন অ্যানিমেশন এবং নতুন থিম অন্তর্ভুক্ত করা হয়েছে।
ColorOS 15 ভারতে রিলিজ শিডিউল
একটি এক্স পোস্টে, ওপ্পো ইন্ডিয়া ভারতে ColorOS 15 এর রিলিজ টাইমলাইন প্রকাশ করেছে। কোম্পানি জানিয়েছে যে, গত মাসের শেষের দিক থেকে নতুন আপডেট রোলআউট করা শুরু হয়েছে। প্রথমে Oppo Find N3 ও Find N3 Flip এবং পরে Reno 11 Pro মডেলে এই আপডেট এসেছে। এছাড়া সম্প্রতি লঞ্চ হওয়া Find X8 সিরিজে এটি প্রি-ইনস্টল আছে।
Oppo কোন ফোনের জন্য ColorOS 15 আপডেট রোলআউট করবে
ডিসেম্বর 2024: Oppo Reno 12 Pro 5G, Oppo Reno 12 5G, Oppo Reno 12 FS 5G, Oppo Reno 11F 5G, Oppo Reno 11F 5G, Oppo K12x 5G, Oppo F25 Pro 5G, Oppo F27 5G, Oppo Pad 3 Pro, Oppo Pad 2
2025 এর প্রথম কোয়ার্টার: Oppo Find N2 Flip, Oppo Find X5 Pro, Oppo Find X5, Oppo Reno 10 Pro+ 5G, Oppo Reno 10 Pro 5G, Oppo Reno 11 A, Oppo F27 Pro+ 5G
2025 এর দ্বিতীয় কোয়ার্টার: Oppo Reno 12 FS, Oppo Reno 12 F, Oppo Reno 11 FS, Oppo Reno 8T, Oppo Reno 8T 5G, Oppo F23 5G
নতুন কী থাকছে অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক কালারওএস 15 আপডেটে?
কালারওএস 15 কাস্টম অপারেটিং সিস্টেমে নতুন ইউজার ইন্টারফেস (ইউআই) এবং নতুন ফ্লাক্স থিম দেখা যাবে। পরেরটি ব্যবহারকারীদের কাস্টমাইজ হোম এবং লক স্ক্রিন তৈরি করতে এবং লেআউট, এফেক্ট, থিম এবং ওয়ালপেপার এডিট করতে সাহায্য করবে।
আবার এতে ট্রিনিটি ইঞ্জিন রয়েছে যা সিপিইউ এবং সিস্টেম পারফরম্যান্সকে অপটিমাইজ করার জন্য স্মার্ট ক্যাশিং সিস্টেম অফার করবে। কোম্পানির দাবি যে এটি সিস্টেমের সামগ্রিক স্মুথনেস 22 শতাংশ পর্যন্ত উন্নত করতে পারে, পাশাপাশি 12 মিনিট পর্যন্ত ডিভাইসের ব্যাটারি লাইফ বাড়াতে পারে।
কালারওএস 15-এর সবচেয়ে বড় আকর্ষণ এআই ফিচার। এআই ক্ল্যারিটি এনহ্যান্সার ফিচারটি লো-রেজোলিউশনের ছবিগুলিকে হাই-ডেফিনেশন স্ন্যাপশটে পরিণত করতে পারে। এতে ব্লার রিমুভ করার জন্য একটি এআই আনব্লার ফিচার, অবাঞ্ছিত অবজেক্ট অপসারণের জন্য একটি এআই ইরেজার ফিচার, ফেস উন্নত করার জন্য এআই বেস্ট ফেস এবং এআই ক্লিয়ার ফেস ও এআই স্টুডিও স্যুট রয়েছে।