ক্যামেরার গুণে বাজার মাতাবে Oppo Reno 10, থাকবে 64+8+32 মেগাপিক্সেলের ট্রিপল সেন্সর
ওপ্পো (Oppo) বর্তমানে তাদের বহুল প্রত্যাশিত Reno 10 সিরিজের স্মার্টফোন বাজারে লঞ্চের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে।...ওপ্পো (Oppo) বর্তমানে তাদের বহুল প্রত্যাশিত Reno 10 সিরিজের স্মার্টফোন বাজারে লঞ্চের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। এই লাইনআপের প্রিমিয়াম মিডরেঞ্জ হ্যান্ডসেটগুলি আগামী ২৪ মে বাজারে আত্মপ্রকাশ করবে। লঞ্চের আগে, কোম্পানি তাই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে Reno 10 সিরিজের বিভিন্ন প্রোমোশনাল টিজার সামনে আনতে শুরু করেছে। আর এখন ওপ্পো দ্বারা প্রকাশিত এরকমই একটি টিজারে স্ট্যান্ডার্ড Reno 10 এর ক্যামেরা ফিচার্স সহ বিভিন্ন তথ্য নিশ্চিত করা হয়েছে।
Oppo Reno 10 সিরিজের ট্রিপল ক্যামেরা সেটআপে মিলবে নতুন টেলিফটো লেন্স
ওপ্পো আগেই আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল যে রেনো সিরিজের বেস মডেলে উচ্চতর রেনো ১০ প্রো এবং রেনো ১০ প্রো প্লাস ভ্যারিয়েন্টের মতোই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এবার, তাতে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকার বিষয়টি কনফার্ম করা হয়েছে। এছাড়াও জানানো হয়েছে যে, অন্যান্য ক্যামেরাগুলির মধ্যে একটি হবে টেলিফটো লেন্স। উল্লেখযোগ্যভাবে, সিরিজের সবকটি মডেলেই টেলিফটো লেন্স থাকার কথা ঘোষণা করা হয়েছে। টিজার অনুসারে, লেন্সটির ফোকাল লেন্থ হবে ৪৭ মিমি।
জানিয়ে রাখি, ওপ্পো রেনো ১০-এর পিছনে একটি বড় পিল আকৃতির ক্যামেরা আইল্যান্ড অবস্থান করবে। তবে, কোম্পানি প্রধান সেন্সর ছাড়া অন্যান্য সেন্সরগুলির বিষয়ে কোনও বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি। অর্থাৎ, এখনও এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা বা অপটিক্যাল জুম লেন্সের রেজোলিউশন সম্পর্কে জানা যায়নি।
যদিও আগের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে, ওপ্পো রেনো ১০ মডেলটির ট্রিপল ক্যামেরা সেটআপে উপস্থিত থাকবে ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৬৪বি প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৯ টেলিফোটো সেন্সর।
আবার, Oppo Reno 10 মডেলের মতোই, Reno 10 Pro-তেও একই ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩২ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর থাকবে বলে জানা গেছে। অন্যদিকে, Reno 10 Pro+ মডেলে উচ্চতর ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স দেখা যাবে। তবে, এর প্রাইমারি সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ সেন্সর হতে পারে যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে। Reno 10 লাইনআপের লঞ্চ ইভেন্টটি আগামী ২৪ মে আয়োজিত হবে।