একধাক্কায় অনেকটাই সস্তা হল Oppo Reno 10 Pro 5G, লঞ্চের পর এই প্রথম এত কমে
চলতি মাসে চীনের বাজারে আত্মপ্রকাশ করেছে Oppo Reno 11 স্মার্টফোন সিরিজ। নতুন এই লাইনআপের অধীনে মোট দুটি মডেল এসেছে, যথা -...চলতি মাসে চীনের বাজারে আত্মপ্রকাশ করেছে Oppo Reno 11 স্মার্টফোন সিরিজ। নতুন এই লাইনআপের অধীনে মোট দুটি মডেল এসেছে, যথা - Oppo Reno 11 5G এবং Reno 11 Pro 5G। আলোচ্য ডিভাইসগুলি Oppo Reno 10 5G সিরিজের উত্তরসূরি হিসাবে লঞ্চ হয়েছে। জানিয়ে রাখি, পূর্বসূরিটি গত ১০ই জুলাই বাজারে এসেছিল। অর্থাৎ অর্ধবর্ষ পূরণ হওয়ার আগেই Oppo উত্তরসূরির ঘোষণা করেছে৷ অবশ্য তাতে সংস্থাটি কতটা লাভবান হয়েছে তা জানা না গেলেও, ক্রেতারা যে বর্তমানে ফায়দায় আছেন তা নিশ্চিত!
ব্যাপারটা একটু খুলে বলি। হালফিলে Reno 11 5G সিরিজের স্মার্টফোনগুলি BIS সার্টিফিকেশন থেকে অনুমোদন পেয়েছে। যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, ভারতের বাজারে আলোচ্য সিরিজটি খুব শীঘ্রই পা রাখতে চলেছে। আর নতুনের আগমনের আগেই Oppo, তাদের বিদ্যমান তথা পূর্বসূরি Reno 10 Pro 5G স্মার্টফোনের বিক্রয় মূল্য এদেশের ক্রেতাদের জন্য স্থায়ীভাবে কমানোর ঘোষণা করেছে।
লঞ্চকালীন সময়ে Oppo Reno 10 Pro 5G স্মার্টফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৯,৯৯৯ টাকা। কিন্তু এখন সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই মডেলের দাম ভারতে স্থায়ীভাবে ২,০০০ টাকা কমানো হয়েছে। যারপর ডিভাইসটি এখন ৩৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
আগ্রহীরা, Oppo Reno 10 Pro 5G স্মার্টফোনকে অনলাইন এবং অফলাইন উভয় চ্যানেলের মাধ্যমে হ্রাসপ্রাপ্ত মূল্যের সাথে কিনতে পারবেন। এটি - সিলভার গ্রে এবং গ্লসি পার্পল কালার অপশনে উপলব্ধ।
Oppo Reno 10 Pro 5G স্পেসিফিকেশন
ওপ্পো রেনো ১০ প্রো ৫জি ফোনে ৬.৭৪-ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড OLED ডিসপ্লে প্যানেল দেখা যাবে। এই ডিসপ্লের ডিজাইন হোল-পাঞ্চ স্টাইলের এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে৷ অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.১ (ColorOS 13.1) কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। আবার স্টোরেজ হিসাবে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি মেমরি পাওয়া যাবে।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য Oppo Reno 10 Pro 5G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – OIS সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, ৩২ মেগাপিক্সেল টেলিফোটো শুটার এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। এদিকে ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের Sony IMX709 সেলফি ক্যামেরা বিদ্যমান থাকছে। তদুপরি রেনো ১০-সিরিজের এই 'প্রো' হ্যান্ডসেটে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৪,৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে এবং এই মডেলে ১৪টি ৫জি ব্যান্ড সাপোর্ট করে।