Oppo Reno 10 Pro: চমকপ্রদ ডিজাইন নিয়ে আসছে ওপ্পোর নতুন ফোন, দেখলে আপনার পছন্দ হতে বাধ্য
ওপ্পো (Oppo) বর্তমানে Reno 10 সিরিজের স্মার্টফোনগুলির ওপর কাজ করছে। পূর্বসূরির মতোই, পরবর্তী প্রজন্মের Reno লাইনআপে...ওপ্পো (Oppo) বর্তমানে Reno 10 সিরিজের স্মার্টফোনগুলির ওপর কাজ করছে। পূর্বসূরির মতোই, পরবর্তী প্রজন্মের Reno লাইনআপে একাধিক মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। আর এখন এক নির্ভরযোগ্য টিপস্টারের সৌজন্যে Reno 10 Pro ভ্যারিয়েন্টটির উচ্চ-মানের রেন্ডার ফাঁস হয়েছে। এগুলি সমস্ত কোণ থেকে ডিভাইসটির ডিজাইন প্রকাশ করেছে। আসুন তাহলে Oppo Reno 10 Pro সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।
প্রকাশ্যে এল Oppo Reno 10 Pro রেন্ডার
টিপস্টার স্টিভ হেমারস্টোফার (অনলিক্স) টুইটারে ওপ্পো রেনো ১০ প্রো মডেলের কিছু হাই কোয়ালিটি রেন্ডার শেয়ার করেছেন। রেন্ডার অনুযায়ী, ফোনটির সামনে কার্ভড এজের সাথে একটি পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে। স্ক্রিনটি আকার ৬.৭ ইঞ্চি হবে বলে জানা গেছে। ডিসপ্লেটির ওপরের এবং নীচের চিনে সামান্য পুরু বেজেল উপস্থিত থাকবে। ওপ্পো রেনো ১০ প্রো-এর ব্যাক প্যানেলের ওপরের বাম কোণে একটি রিডিজাইন করা পিল-আকৃতির প্রসারিত ক্যামেরা মডিউল থাকবে, যার মধ্যে দুটি সেন্সর, একটি পেরিস্কোপ লেন্স এবং একটি এলইডি ফ্ল্যাশ দেখা যাবে।
দেখে মনে হচ্ছে, Oppo Reno 10 Pro স্লিম ফর্ম ফ্যাক্টরের সাথে আসবে। এটির পরিমাপ হতে পারে ১৬৩.২×৭৪.২×৭.৯ মিলিমিটার (পিছন ক্যামেরার বাম্প সহ পুরুত্ব দাঁড়াবে ১০.২ মিলিমিটার)। পাওয়ার এবং ভলিউম রকার বাটন ফোনের ডানদিকে অবস্থান করবে। নীচের অংশে একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল দেখা যাবে, যেখানে ফোনের ওপরের দিকে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত থাকবে।
তবে ডিজাইন ছাড়া, ফাঁস হওয়া রেন্ডারগুলি Oppo Reno 10 Pro-এর সম্পর্কে কোন অতিরিক্ত বিবরণ প্রকাশ করেনি। এটি গত বছর ডিসেম্বরে চীনের বাজারে লঞ্চ হওয়া Reno 9 Pro-এর উত্তরসূরি হিসেবে আসবে বলে আশা করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, ওপ্পো চীনের বাইরে Reno 9 সিরিজটি এখনও লঞ্চ করেনি, তারা সরাসরি বিশ্ববাজারে Reno 10 লাইনআপ নিয়ে হাজির হতে পারে। আসন্ন Oppo Reno 10 Pro মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেট দ্বারা চালিত হবে বলে জানা গেছে।