Oppo Reno Pro 10+ এর হাত ধরে ফোনের ডিজাইনে বড় বদল আসছে, স্পেসিফিকেশন জেনে নিন
ওপ্পো গত নভেম্বরে Reno 9 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করলেও এর মধ্যেই Oppo 10 লাইনআপ নিয়ে টেক পাড়ায় জল্পনা শুরু হয়ে...ওপ্পো গত নভেম্বরে Reno 9 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করলেও এর মধ্যেই Oppo 10 লাইনআপ নিয়ে টেক পাড়ায় জল্পনা শুরু হয়ে গিয়েছে। একটি সূত্র থেকে Reno 10 Pro+ এর স্পেসিফিকেশনগুলি ফাঁস হয়েছে। পাশাপাশি এই সিরিজের একটি স্মার্টফোনটির ডিজাইনও প্রকাশ হয়েছে।যা Pro+ ভ্যারিয়েন্টের বলেই অনুমান করা হচ্ছে।
নতুন Oppo ফোনের ডিজাইন ফাঁস
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশনের শেয়ার করা ছবি অনুযায়ী, নতুন রেনো ১০ প্রো প্লাস মডেলে স্লিম বেজেল এবং কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট যুক্ত ডিসপ্লে দেখা যাবে। ফোনটির ওপরের বেজেলে একটি ইয়ারপিস থাকবে, আর এর বাম পাশে ভলিউম বাটন এবং ডানদিকে পাওয়ার বাটন অবস্থান করবে। আবার, হ্যান্ডসেটটির রিয়ার শেলে একটি ডিম্বাকৃতির ক্যামেরা আইল্যান্ড দেখা যাবে, যার মধ্যে একটি বর্গাকার পেরিস্কোপ জুম লেন্স ওপরের দিকে দুটি ক্যামেরা সেন্সরের নীচে অবস্থান করবে। এই ক্যামেরা মডিউলটিতে একটি ডুয়েল-এলইডি ফ্ল্যাশ ইউনিট এবং "পাওয়ারড বাই মারিসিলিকন এক্স" ব্র্যান্ডিংও দেখা যাবে।
ওপ্পো রেনো ১০ প্রো প্লাস-এর স্পেসিফিকেশন - Oppo Reno 10 Pro+ Expected Specifications
অনুমান করা হচ্ছে, Oppo Reno 10 Pro+ ফোনটি PHU110 মডেল নম্বরটি বহন করে। ডিভাইসটির রিয়ার ক্যামেরা সিস্টেমে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২x অপটিক্যাল জুম সহ একটি অনির্দিষ্ট পেরিস্কোপ ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে।
এছাড়া, Reno 10 Pro+-এর ওলেড (OLED) প্যানেলটি ১.৫কে (1.5K) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটিতে একটি হাই-পারফরম্যান্স চিপসেট ব্যবহার করা হবে, যা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর এন৪ প্রক্রিয়ায় নির্মিত হবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ওপ্পো ফোনে ৪,৭০০ এমএএইচ ডুয়েল-সেল ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। জল্পনা চলছে যে, Oppo Reno 10 সিরিজটি আগামী বছরের মাঝামাঝি নাগাদ চীনের বাজারে আত্মপ্রকাশ করতে পারে।
উল্লেখ্য, সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে Find X6 সিরিজটি ছাড়াও, পেরিস্কোপ ক্যামেরা সহ আরও দুটি ওপ্পো ফোন শীঘ্রই বাজারে লঞ্চ হবে। যদিও, এগুলির মধ্যে একটি Reno 10 Pro+ বলে মনে করা হচ্ছে, তবে অন্য মডেলটির সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।