ক্যামেরা-চার্জিংয়ে হেব্বি চমক, Oppo Reno 10 Pro+ শোরগোল ফেলতে এবার গ্লোবাল মার্কেটে

ওপ্পো (Oppo)-এর বহুল প্রত্যাশিত Reno 10 সিরিজটি গত সপ্তাহে চীনে উন্মোচন করা হয়েছে। হোম মার্কেটে লঞ্চ হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে এই লাইনআপটি…

ওপ্পো (Oppo)-এর বহুল প্রত্যাশিত Reno 10 সিরিজটি গত সপ্তাহে চীনে উন্মোচন করা হয়েছে। হোম মার্কেটে লঞ্চ হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে এই লাইনআপটি শীঘ্রই বিশ্ব বাজারেও পা রাখবে। এমনকি, বর্তমানে স্মার্টফোনগুলি বিভিন্ন সার্টিফিকেশন সাইটের অনুমোদনও লাভ করছে। স্ট্যান্ডার্ডস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট অফ মালয়েশিয়া (SIRIM) কর্তৃপক্ষের অনুমোদনের পর, Reno 10 Pro+ এখন থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। জল্পনা চলছে যে, Oppo Reno 10 সিরিজ আনুষ্ঠানিকভাবে আগামী জুন মাসে বিশ্বের বিভিন্ন দেশে লঞ্চ হবে।

Oppo Reno 10 Pro+ পেল NBTC-এর সার্টিফিকেশন

CPH2521 মডেল নম্বর সহ ওপ্পো রেনো ১০ প্রো প্লাস থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। যদিও, এই তালিকায় ফোনটির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে নির্দিষ্ট বিবরণ প্রকাশ করা না হয়নি, তবে এটি যে খুব শীঘ্রই লঞ্চ হবে তার ইঙ্গিত দিয়েছে৷ ইতিমধ্যেই, রেনো ১০ প্রো (CPH2531) এবং স্ট্যান্ডার্ড রেনো ১০ (CPH2525)-কে অন্যান্য সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে, কিন্তু এগুলি থাইল্যান্ডে এখনও ছাড়পত্র পায়নি।

Oppo Reno 10 Pro+ এর স্পেসিফিকেশন

চীনে লঞ্চ হওয়া ওপ্পো রেনো ১০ প্রো প্লাস-এ বড় ৬.৭৪ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং আকর্ষণীয় ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এটি হাই-পারফর্মিং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ যুক্ত রয়েছে। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, Oppo Reno 10 Pro+ এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং ৫x অপটিক্যাল জুম সহ ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৬৪বি পেরিস্কোপ ক্যামেরা দ্বারা গঠিত।

আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৯ ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Reno 10 Pro+ শক্তিশালী ৪,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সাম্প্রতিক রিপোর্টগুলিতে ভারতে Reno 10 সিরিজের আত্মপ্রকাশের সম্ভাব্য সময়সীমা হিসাবে জুনের তৃতীয় সপ্তাহকে নির্দেশ করা হয়েছে।