জুম থেকে আরম্ভ করে লো-লাইটে ফটোগ্রাফি, চমকে দেবে Oppo Reno 10 Pro+ এর ক্যামেরা

গত মাসে চীনে লঞ্চের পর Oppo Reno 10 সিরিজ এবার ভারতে পা রাখতে চলেছে৷ এই লাইনআপের অধীনে বর্তমানে Reno 10, Reno 10 Pro এবং Reno…

গত মাসে চীনে লঞ্চের পর Oppo Reno 10 সিরিজ এবার ভারতে পা রাখতে চলেছে৷ এই লাইনআপের অধীনে বর্তমানে Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+ 5G চীনে উপলব্ধ। ওপ্পো ইতিমধ্যেই ভারতে আপকামিং ফোনগুলির প্রচারের জন্য টিজার প্রকাশ করতে শুরু করেছে। আর ওপ্পো এখন তাদের নতুন ক্যামেরা প্রযুক্তি প্রদর্শন করে Reno 10 Pro+ মডেলকে টিজ করেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক, Reno 10 সিরিজের টপ-এন্ড মডেলটি সম্পর্কে ঠিক কি কি তথ্য সামনে এল।

Oppo Reno 10 Pro+ এ মিলবে নতুন পেরিস্কোপ লেন্স

কোম্পানির শেয়ার করা টিজার অনুযায়ী, ওপ্পো রেনো ১০ প্রো প্লাস মডেলের রিয়ার ক্যামেরা মডিউলে একটি নতুন পেরিস্কোপ লেন্স থাকবে। নতুন লেন্স ফোনটিকে বাজারের চিরাচরিত টেলিফটো ক্যামেরা যুক্ত স্মার্টফোনের চেয়ে পাতলা এবং হালকা হতেও সক্ষম করবে। তবে শুধু ডিজাইন নয়, পেরিস্কোপ ক্যামেরাটি নতুন কার্যকারিতাও অফার করবে। এই লেন্সটি ৩x পর্যন্ত অপটিক্যাল জুম সাপোর্ট করে বলে জানা গেছে, যা পোর্ট্রেট শটও তুলতে পারবে।

অর্থাৎ, ব্যবহারকারীরা শুধুমাত্র প্রাইমারি ওয়াইড সেন্সর নয়, টেলিফটো লেন্স থেকেও পোর্ট্রেট শট নিতে পারবেন। পোর্ট্রেট শটগুলি একটি সফ্ট বোকেহ এফেক্ট প্রদান করে এবং ব্যাকগ্রাউন্ডে স্মৃতিস্তম্ভ, পর্বত বা বিল্ডিং রয়েছে এমন দৃশ্যে দূরবর্তী উপাদানগুলিকে কম্প্রেস করতে পারে। ক্যামেরার লেন্সটি যাতে স্থূল না হয়, তাই ওপ্পো টেলিফটো সেন্সরটিকে পেরিস্কোপ ডিজাইনে সাজানোর একটি পদ্ধতি ব্যবহার করেছে, যাতে লেন্সগুলিকে পাশাপাশি স্ট্যাক করা এবং ঘোরানো হয়।

জানিয়ে রাখি, এই টেলিফটো পোর্ট্রেট ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের রেজোলিউশন অফার করে, যা ১/২ ইঞ্চির ইমেজ সেন্সরের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ। ৩x অপটিক্যাল জুম হাইব্রিড জুম প্রযুক্তির সাহায্যে ১২০x ম্যাগনিফিকেশন করতে পারে। আর সেন্সরের ন্যূনতম ফোকাস দূরত্ব ২৫ সেন্টিমিটার। ওপ্পোর লক্ষ্য, ক্যামেরা কেন্দ্রিক Reno 10 সিরিজের সাথে ইউজারদের একটি ফ্ল্যাগশিপ গ্রেড মোবাইল ফটোগ্রাফির অভিজ্ঞতা প্রদান করা।

উল্লেখ্য, পেরিস্কোপ লেন্সের সাথে Reno 10 Pro+ মডেলটিতে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর রয়েছে, যার আকার ১/১.৫৯ ইঞ্চি এবং এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-ও সাপোর্ট করে। এছাড়াও, ক্যামেরা সেটআপে ১১২ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ একটি ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত রয়েছে। সবশেষে Reno 10 Pro+ এর সামনে ৩২ মেগাপিক্সেলের সনি এইএমএক্স৭০৯ সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে, যা লো লাইটেও অটোফোকাস এবং ফেসিয়াল রিকগনিশন সাপোর্ট করে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন