ক্যামেরার জন্য হৈচে ফেলা Reno 10 সিরিজ নিয়ে বড় খবর, গ্লোবাল মার্কেটে লঞ্চের প্রস্তুতি Oppo-র
ওপ্পো সদ্য তাদের Oppo Reno 10 সিরিজের স্মার্টফোনগুলি চীনের বাজারে লঞ্চ করছে। এই লাইনআপে অন্তর্ভুক্ত রয়েছে তিনটি মডেল -...ওপ্পো সদ্য তাদের Oppo Reno 10 সিরিজের স্মার্টফোনগুলি চীনের বাজারে লঞ্চ করছে। এই লাইনআপে অন্তর্ভুক্ত রয়েছে তিনটি মডেল - Oppo Reno 10, Reno 10 Pro, এবং Reno 10 Pro+। চীনের বাজারে উন্মোচিত হওয়ার পর এবার এই মডেলগুলি বিশ্বব্যাপী লঞ্চের পথে পা বাড়িয়েছে। খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটে আসতে চলেছে বহু প্রতীক্ষিত Reno 10 সিরিজটি। আসন্ন তিনটি ডিভাইসই এখন মালয়েশিয়ার এসআইআরআইএম (SIRIM) সার্টিফিকেশন প্ল্যাটফর্ম দ্বারা অনুমোদিত হয়েছে। আসুন তাহলে এই সার্টিফিকেশন তালিকা থেকে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।
Oppo Reno 10 সিরিজ পেল মালয়েশিয়ার এসআইআরআইএম-এর অনুমোদন
CPH2525 মডেল নম্বর সহ রেগুলার ওপ্পো রেনো ১০, CPH2531 মডেল নম্বর সহ রেনো ১০ প্রো এবং CPH2521 মডেল নম্বর সহ রেনো ১০ প্রো প্লাস দ্য স্ট্যান্ডার্ড এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইন্সটিটিউট অফ মালয়েশিয়া (SIRIM) কর্তৃপক্ষের সার্টিফিকেশন ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। তবে এসআইআরআইএম-এর তালিকাতে রেনো ১০ সিরিজের কোনও স্পেসিফিকেশনের উল্লেখ নেই। যদিও, অনুমান করা হচ্ছে যে তিনটি ফোনই তাদের চীনা সংস্করণের মতো একই স্পেসিফিকেশন করতে পারে। মালয়েশিয়ার সার্টিফিকেশন সাইট ছাড়াও, রেনো ১০ সিরিজ ভারত, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরশাহী-এর মতো দেশেও অনুমোদিত হয়েছে।
Oppo Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+এর স্পেসিফিকেশন
ওপ্পো রেনো ১০, রেনো ১০ প্রো, এবং রেনো ১০ প্রো প্লাস-এ রয়েছে ৬.৭৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) কার্ভড-এজ ডিসপ্লে যা 1.5K রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে। সিরিজটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালার ওএস ১৩.১ (ColorOS 13.1) ইউজার ইন্টারফেসে রান করে। তিনটি ফোনেই একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে।
এছাড়া, ওপ্পো রেনো ১০-এ রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট, যা ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স/৫ র্যাম এবং সর্বাধিক ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২/৩.১ স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে, রেনো ১০-এর রিয়ার শেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা ইউনিট উপস্থিত রয়েছে। এই ফোনটি পাওয়ার ব্যাকআপের জন্য, ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত।
অন্যদাকে, উচ্চতর Oppo Reno 10 Pro মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপ এবং টপ-অফ-দ্য-লাইন Reno 10 Pro+ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসরের সাথে এসেছে। উভয় স্মার্টফোনেই ১৬ পর্যন্ত এলপিডিডিআর৫ র্যাম এবং সর্বাধিক ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ রয়েছে। ফটোগ্রাফির জন্য, Reno 10 Pro-তে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩২ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান।
আর Reno 10 Pro+-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৬৪ মেগাপিক্সেলের পেরিসকোপ লেন্স অন্তর্ভুক্ত রয়েছে। পাওয়ায় ব্যাকআপের জন্য, দুই মডেলেই ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবে, Reno 10 Pro ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট করে এবং Pro+ মডেলটি সর্বোচ্চ ১০০ ওয়াট ফাস্ট চার্জিং অফার করে।