Reno 9 সিরিজ থেকে বঞ্চিত ভারত, তার বদলে Oppo Reno 10 Series দেশে আসছে এই মাসে
গত নভেম্বরে ওপ্পো (Oppo) তাদের Reno 9 সিরিজের প্রিমিয়াম স্মার্টফোনগুলি চীনের বাজারে লঞ্চ করেছে। যদিও, এই লাইনআপটি এখনও...গত নভেম্বরে ওপ্পো (Oppo) তাদের Reno 9 সিরিজের প্রিমিয়াম স্মার্টফোনগুলি চীনের বাজারে লঞ্চ করেছে। যদিও, এই লাইনআপটি এখনও ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেনি। তবে সাম্প্রতিক কিছু রিপোর্ট ইঙ্গিত করেছে যে, Oppo Reno 9 সিরিজের এ বছরের প্রথম ত্রৈমাসিকেই এদেশের বাজারে লঞ্চ হতে পারে। তবে, এখন একটি প্রতিবেদনে আশ্চর্যজনকভাবে দাবি করা হয়েছে যে, ওপ্পো-এর এই স্মার্টফোন লাইনআপটি ভারতের বাজারে পা রাখবে না। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Oppo Reno 9 সিরিজের ভারতে আগমন অনিশ্চিত
৯১মোবাইলস দাবি করেছে যে, ওপ্পো ভারতে রেনো ৯ সিরিজটি লঞ্চ না করে সরাসরি ওপ্পো রেনো ১০ সিরিজে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রিপোর্টে টিপস্টার সুধাংশু আম্ভোরে-কে উদ্ধৃত করা হয়েছে, যিনি দাবি করেছেন যে রেনো ১০ সিরিজ আগামী ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ভারতে লঞ্চ হবে।
প্রসঙ্গত, বর্তমানে এটা স্পষ্ট নয় যে, ভারতে আসন্ন ওপ্পো রেনো ১০ লাইনআপের এই ডিভাইসগুলি চীনে লঞ্চ হওয়া রেনো ৯ সিরিজের রিব্র্যান্ডেড সংস্করণ হবে, নাকি এগুলি সম্পূর্ণ নতুন স্মার্টফোন হবে। তবে গত ২৪ নভেম্বর, রেনো ৯ সিরিজটি লঞ্চ করা হয়েছে- এই বিষয়টি বিবেচনা করে, ভারতে এর রিব্র্যান্ডেড মডেল লঞ্চ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কিন্তু যদি এগুলিকে রিব্র্যান্ডেড ডিভাইস বলে ধরে না নেওয়া হয়, তাহলে এখনও পর্যন্ত রেনো ১০ সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। আসুন সেগুলি দেখে নেওয়া যাক।
OPPO Reno 10 Pro+ এর প্রত্যাশিত স্পেসিফিকেশন
সিরিজের টপ-এন্ড মডেল, Reno 10 Pro+ এর মডেল নম্বর PHU110 বলে দাবি করা হয়েছে, যদিও সঠিক স্পেসিফিকেশনগুলি বর্তমানে অস্পষ্ট। তবে শোনা যাচ্ছে, ডিভাইসটিতে সম্ভবত ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ওলেড (OLED) স্ক্রিন অন্তর্ভুক্ত থাকবে। উন্নত পারফরম্যান্সের জন্য, কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর বা মিডিয়াটেক ডাইমেনসিটি ৫জি-সক্ষম চিপসেট-এর মধ্যে কোনও একটি চিপ এই ফোনটিতে ব্যবহার করা হতে পারে। Reno10 Pro+ সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক একটি বেস্পোক কালারওএস (ColorOS) ইউজার ইন্টারফেসে রান করবে।
ফটোগ্রাফির জন্য, Oppo Reno 10 Pro+ ফোনের ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি পেরিস্কোপ লেন্স অন্তর্ভুক্ত থাকতে পারে৷ তবে এর ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি। পাওয়ার ব্যাকআপের জন্য, Reno 10 Pro+ সম্ভবত ৪,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।