32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Oppo Reno 11 5G স্মার্টফোনের প্রথম সেল আজ, পাবেন 3 হাজার টাকা ছাড়

গত ১২ই জানুয়ারি এদেশের বাজারে মুক্তি পেয়েছিল Oppo Reno 11 সিরিজ। নবাগত এই লাইনআপের অধীনে মোট দুটি মডেল অন্তর্ভুক্ত, যথা – Oppo Reno 11 এবং…

গত ১২ই জানুয়ারি এদেশের বাজারে মুক্তি পেয়েছিল Oppo Reno 11 সিরিজ। নবাগত এই লাইনআপের অধীনে মোট দুটি মডেল অন্তর্ভুক্ত, যথা – Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro। যার মধ্যে স্ট্যান্ডার্ড মডেলটি আজ অর্থাৎ ২৫শে ডিসেম্বর ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart -এর মাধ্যমে প্রথমবার ভারতে ওপেন সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। সর্বোপরি এই ফোনের উভয় স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথেই ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট ও সুপার কয়েন অফারের সুবিধা পাওয়া যাচ্ছে। যার দরুন Oppo Reno 11 তুলনায় সস্তায় কিনে নেওয়া যাবে। বিশেষত্বের কথা বললে, এটি ভারতে আত্মপ্রকাশ করা সংস্থার প্রথম ফোন, যা অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪ কাস্টম স্কিনে রান করে। এটি – কার্ভড AMOLED ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক চিপসেট, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৩২ মেগাপিক্সেল সেলফি শুটার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৬৭ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট সহ এসেছে।

ভারতে Oppo Reno 11 5G স্মার্টফোনের দাম ও সেল অফার

এদেশের বাজারে ওপ্পো রেনো ১১ ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ২৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। তবে নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কেনাকাটা করার ক্ষেত্রে ফ্লাট ৩,০০০ টাকা ছাড় মিলবে। আবার অতিরিক্তভাবে ৩,০০০ টাকার সুপার কয়েন (১০টি সুপার কয়েক দিয়ে রিডিং করা যাবে) ডিসকাউন্টের সুবিধাও পেয়ে যাবেন ক্রেতারা। এই মোট ৬,০০০ টাকা ছাড়ের সাথে উক্ত ফোনের বেস ভ্যারিয়েন্টকে মাত্র ২৩,৯৯৯ টাকা খরচ করে বাড়ি নিয়ে আসা যাবে।

অন্যদিকে ওপ্পো রেনো ১১ ৫জি এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনটি ৩১,৯৯৯ টাকা বিক্রয় মূল্যের সাথে লঞ্চ হয়েছে। এর সাথে ৩,০০০ টাকার ব্যাঙ্ক কার্ড অফার পাওয়া যাবে। যার দরুন এই স্টোরেজ বিকল্পের দাম কমে মাত্র ২৮,৯৯৯ টাকা হয়ে যাবে। আপনারা উভয় অফারের লাভ ই-কমার্স সাইট ফ্লিপকার্ট -এর মাধ্যমে তুলতে পারবেন।

ওপ্পো রেনো ১১ ৫জি – রক গ্রে এবং ওয়েভ গ্রিন কালার অপশনের সাথে কেনা যাবে।

Oppo Reno 11 5G স্পেসিফিকেশন ও ফিচার

৩ডি কার্ভড গ্লাস ডিজাইনের সাথে আসা Oppo Reno 11 5G ফোনে ৬.৭-ইঞ্চির (২৪১২x১০৮০ পিক্সেল) কার্ভড AMOLED পাঞ্চ-হোল ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট, ৯৫০ নিট পিক HDR ব্রাইটনেস, ২০:৯ রেসপেক্ট রেশিও, ১০-বিট প্যানেল, ৯৩% স্ক্রিন-টু-বডি রেশিও, DCI-P3 কালার গ্যামেট এবং HDR10+ প্রযুক্তি সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স সরবরাহের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর এবং মালি জি৬১০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। আবার স্টোরেজ হিসাবে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত রম মিলবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪ কাস্টম স্কিন দ্বারা চালিত।

Oppo Reno 11 5G ফোন LED ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – OIS, এফ/১.৮ অ্যাপারচার ও ২৬মিমি ফোকাল লেন্থ সহ ৫০ মেগাপিক্সেলের Sony LYT 600 প্রাইমারি লেন্স (সেন্সর সাইজ : ১/১.৯৫-ইঞ্চি) + ২এক্স অপটিক্যাল জুম, এফ/২.০ অ্যাপারচার ও ৪৭মিমি ফোকাল লেন্থ যুক্ত ৩২ মেগাপিক্সেলের Sony IMX 709 RGBW টেলিফোটো পোর্ট্রেট শুটার + ১১২° ফিল্ড-অফ-ভিউ, এফ/২.২ অ্যাপারচার ও ১৬মিমি ফোকাল লেন্থের সাথে ৮ মেগাপিক্সেলের Sony IMX 355 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। এই ফোনের রিয়ার ক্যামেরা ইউনিটও হাইপারটোন ইমেজিং ইঞ্জিন সাপোর্ট করে। এদিকে ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের OmniVision OV32C সেলফি ক্যামেরা উপস্থিত, যার সেন্সর সাইজ ১/২.৭৪-ইঞ্চি।

পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Reno 11 5G স্মার্টফোনে ৬৭ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ব্যাটারি হেলথ ইঞ্জিনের সাথে এসেছে এবং মাত্র ৪৫ মিনিটে ফুল চার্জ হতে সক্ষম। সিকিউরিটি ফিচার হিসাবে এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার বিদ্যমান। পরিশেষে এর পরিমাপ ১৬২.৪x৭৪.১x৭.৯৯ মিমি (রক গ্রে) / ৮.০৪ মিমি (ওয়েভ গ্রিন) এবং ওজন ১৮২ গ্রাম।